কলকাতা: ম্যাচের আগে থেকেই একটি পরিসংখ্যান ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়।


চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। মাঠে বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না। অথচ, আইএসএলের মঞ্চে মুখোমুখি হলেই যেন কুঁকড়ে যায় ইস্টবেঙ্গল। অবিশ্বাস্য শোনালেও, আইএসএলে চিরপ্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টকে (East Bengal vs Mohun Bagan) কোনও দিন হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শনিবারের আগে পর্যন্ত আট সাক্ষাতে সাতবার জিতেছিল মোহনবাগান। একবার ড্র করেছিল ইস্টবেঙ্গল


শনিবার সেই অঙ্ক বদলায় কি না, দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়াম ভরিয়ে খেলা দেখতে এসেছিলেন ৫৯ হাজার ৮৭২ দর্শক।


কিন্তু ম্যাচের ফলে নাটকীয়তা নেই। আইএসএলে ফের মোহনবাগানের কাছে হেরে নতমস্তকে মাঠ ছাড়লেন লাল-হলুদ ফুটবলাররা। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি, যেন রেশন করে চিরপ্রতিদ্বন্দ্বীদের দুই অর্ধে দুই গোল দিল মোহনবাগান। প্রথমার্ধে গোল করে সবুজ-মেরুন শিবিরকে এগিয়ে দিয়েছিলেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ালেন দিমিত্রি পেত্রাতস। আইএসএলে পরিবর্তিত পরিসংখ্যান - মোহনবাগান - ৮, অমীমাংসিত - ১, ইস্টবেঙ্গল - ০।


ম্যাচের শুরুটা অবশ্য ইস্টবেঙ্গল করেছিল নতুন সংকল্পে ভর করে। নতুন কোচ অস্কার ব্রুজ়ো শহরে পৌঁছেই ফুটবলারদের উদ্বুদ্ধ করার কাজ শুরু করে দিয়েছিলেন। ম্যাচের আগেই লাল-হলুদ কোচ হুঁশিয়ারি দেন, মোহনবাগানকে কঠিন রাত উপহার দেবে তাঁর ছেলেরা।


 




কিন্তু ম্যাচ যত গড়াল, তত ফিকে দেখাতে শুরু করল লাল-হলুদ শিবিরকে। মাদি তালালের নেতৃত্বে মাঝমাঠের দখল নিতে যে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল, ৪১ মিনিটের মাথায় অস্ট্রেলীয় ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন গোল করতেই সেই উদ্যোগ বাক্সবন্দি হল। দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতসকে বক্সের মধ্যে ফাউল করলেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন সিংহ গিল। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন পেত্রাতসই।


ম্যাচ শেষ হতে তখনও মিনিট পাঁচেক বাকি। গ্যালারিতে জ্বলে উঠল সবুজ-মেরুন রংমশাল, ফুলঝুরি। ধোঁয়ায় ঢাকল চারপাশ। ইস্টবেঙ্গল সমর্থকদের আশি শতাংশ ততক্ষণে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অকাল দীপাবলী শুরু হল বাগান শিবিরে।


আইএসএলে টানা পাঁচ হারের পর ১৩ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রইল ইস্টবেঙ্গল। অন্যদিকে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহনবাগান। শনিবার ম্যাচ জিতলেও অবশ্য রেফারিং নিয়ে ক্ষোভ রইল বাগান শিবিরে। বিশেষ করে প্রথমার্ধে মনবীর সিংহের একটি গোল যেভাবে অফসাইডের কারণে বাতিল করা হয়, তা নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান। একটি পেনাল্টি থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করা হল।


যদিও ম্যাচের ফল সমস্ত ক্ষোভ নিবারণ করে আরও বড় স্বপ্ন দেখাতে শুরু করেছে মোহনবাগানকে। ট্রফির স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে বাগান তাঁবুতে।


আরও পড়ুন: অভিশপ্ত ৯৯! পন্থই প্রথম নন, ভারতের আর কারা এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।