ডাসেলডর্ফ: ইউরো কাপে (Euro Cup 2024) সোমবার ভাগ্যপরীক্ষা জোড়া মহানায়কের। শেষ ষোলোর ম্যাচে একই দিনে নামছে ফ্রান্স ও পর্তুগাল (UEFA) - দুই শক্তিশালী দেশ। এক দেশের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে, অন্য দলের হয়ে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।


শেষ ষোলোর ম্যাচে সোমবার ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম (France vs Belgium)। অন্যদিকে, পর্তুগাল নামবে স্লোভেনিয়ার (Portugal vs Slovenia) বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে উঠবে কোন দল, নির্ধারিত হয়ে যাবে সোমবার রাতেই।


যাঁরা ফুটবলপ্রেমী, কেউ এমবাপের ভক্ত, তো কেউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুরাগী, এবং তন্ময় হয়ে রয়েছেন দুই প্রিয় ফুটবলারের খেলা দেখবেন বলে, তাঁদের জানিয়ে রাখা যাক, দুই দলের ম্যাচ রয়েছে কখন। কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ।


নজরে যখন এমবাপে



  • কাদের ম্যাচ?


সোমবার ইউরো কাপের শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও বেলজিয়াম



  • কবে খেলা?


ম্যাচটি হবে ১ জুলাই, সোমবার



  • কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় রাত ৯.৩০-এ ম্যাচের কিক অফ



  • কোথায় ম্যাচ?


ফ্রান্স বনাম বেলজিয়াম ম্যাচটি হবে ডাসেলডর্ফে



  • টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 



  • অনলাইন স্ট্রিমিং


সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। এছাড়াও জিও টিভি অ্যাপে সোনি স্পোর্টস সিলেক্ট করে দেখতে পাবেন ম্যাচ


রোনাল্ডোর রোশনাই


কাদের ম্যাচ?


সোমবার ইউরো কাপের শেষ আটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও স্লোভেনিয়া


কবে খেলা?


ম্যাচটি হবে ১ জুলাই, সোমবার (ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার)


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় রাত ১.৩০-এ ম্যাচের কিক অফ


কোথায় ম্যাচ?


পর্তুগাল বনাম স্লোভেনিয়া ম্যাচটি হবে ফ্র্যাঙ্কফুর্টে


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, সোনি লিভ মোবাইল অ্যাপে দেখতে পাবেন খেলা। এছাড়াও জিও টিভি অ্যাপে সোনি স্পোর্টস সিলেক্ট করে দেখা যাবে ম্যাচ


আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।