ফ্রাঙ্কফুর্ট: সার্বিয়ার বিরুদ্ধে নিজেদের ইউরো কাপের (Euro Cup 2024) অভিযান শুরু করেছিল ইংল্যান্ড (England Football Team)। সেই ম্য়াচে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল থ্রি লায়ন্সরা। গ্রুপ সি-তে এই মুহূর্তে শীর্ষে রয়েছে ইংল্যান্ড (England )। অন্য়দিকে ডেনমার্ক ও স্লোভেনিয়া ম্য়াচ ১-১ ড্র হয়েছিল। তারা এই মুহূর্তে ১ পয়েন্ট ঝুলিতে পুরে সি গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন ড্যানিশরা। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে নক আউটে চলে যাওয়ার সুযোগ থাকছে থ্রি লায়ন্সদের সামনে। অন্যদিকে ডেনমার্ক চাইবে চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খাতা খুলতে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারানোটা কিন্তু তাদের কাছে অঘটনই হবে একপ্রকার। 


কাদের ম্যাচ?


ইউরো কাপে আজ ডেনমার্ক ও ইংল্যান্ড পরস্পর মুখোমুখি হবে


কবে খেলা?


ম্যাচটি হবে ২০ জুন, বৃহস্পতিবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় বুধবার রাত৯.৩০টায় ম্যাচের কিক অফ


কোথায় ম্যাচ?


ডেনমার্ক বনাম ইংল্যান্ড ম্য়াচটি হবে ফ্রাঙ্কফুর্টে


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ডেনমার্ক বনাম ইংল্যান্ড ম্যাচটি। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। সোনি লিভ ওয়েবসাইটেও দর্শকরা ম্যাচ দেখতে পাবেন


গ্রুপ সি-তে নিজেদের শেষ ম্য়াচে ডেনমার্ক খেলতে নামবে সার্বিয়ার বিরুদ্ধে। সেই ম্য়াচটি অবশ্যই চ্য়ালেঞ্জিং হতে চলেছে। তাই ইংল্যান্ড ম্য়াচ থেকে পয়েন্ট হারাতে চাইছেন না ডেনমার্ক কোচ। ২০২০ সালে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ২-১ ব্য়বধানে হারতে হয়েছিল ডেনমার্ককে। গোল করেছিলেন সেই ম্য়াচে হ্যারি কেন। আজ ডেনমার্কের সামনে প্রতিশোধের ম্য়াচ।


এই গ্রুপের এদিনের প্রথম ম্য়াচে খেলতে নামবে সার্বিয়া ও স্লোভেনিয়া। স্লোভেনিয়া তাদের প্রথম ম্য়াচে ডেনমার্কের বিরুদ্ধে খেলেছিল। কিন্তু সেই ম্য়াচে ১-১ গোলে ড্র করেছিল তারা ম্য়াচ। সেই ম্য়াচে প্রথমার্ধে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় স্লোভেনিয়ার হয়ে গোলশোধ করেন এরিক জানজা। অন্যদিকে সার্বিয়াকে আগের ম্য়াচে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। দুটো দলই এদিন নিজেদের প্রথম জয়ের খোঁজে মরিয়া থাকবে।