নয়াদিল্লি: কয়েক দশকের খরা। তবে সেই খরা কাটিয়ে সুদিন ফিরে এসেছে আর্জেন্তিনা ফুটবলে। মায়ামিতে সদ্যই নাগাড়ে দ্বিতীয়বার কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার (Copa America) খেতাব ঘরে তুলেছে লা আলবিসেলেস্তে। এরই মাঝে বিশ্বকাপ ট্রফিও জিতেছেন মেসিরা। তবে রেকর্ড ১৬তম কোপা জয়ের পরেই বিপাকে আর্জেন্তিনা দল (Argentina Football Team)। এমনকী তাঁদের বিরুদ্ধে ফিফা (FIFA) তদন্তও শুরু করে দিয়েছে। ঘটনাটা ঠিক কী?


আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ের পরেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দলের জয় উদযাপন করা কালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেই ভিডিওতে এনজ়ো ফার্নান্ডেজ়ের মতো একগুচ্ছ আর্জেন্তাইন ফুটবলাররা ফরাসি ফুটবল দলের (France Football Team) তারকাদের উদ্দেশে বর্ণবাদ ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে ফরাসি ফুটবল ফেডারেশন মনে করছে। সোমবার ফরাসি ফেডারেশনের তরফে তাঁরা যে এই বিষয়ে ফিফায় সরকারিভাবে অভিযোগ দায়ের করতে চলেছে, সেকথাও জানানো হয়।


এনজ়ো ফার্নান্ডেজ়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওটিতে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের আফ্রিকান বংশোদ্ভূত হওয়া নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ। একাধিক ফরাসি তারকাদের আফ্রিকান মূল রয়েছে। সেই নিয়েই তাঁদের বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করা হয়েছে বলে অন্তত ফরাসি ফেডারেশন মনে করছে। এই ভিডিওটির বিষয়েই এবার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।


ফিফার এক মুখপাত্র এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানান, 'হালে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা এক ভিডিও সম্পর্কে ফিফা অবগত এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক বা ম্যাচ আধিকারিক, যে কারুর দ্বারাই কোনও ধরনের বিদ্বেষমূলক কার্যকলাপের বিরুদ্ধে ফিফা।' ইতিমধ্যেই গোটা ঘটনার জন্য এনজ়ো দুঃখপ্রকাশ করেছেন। তিনি লেখেন, 'আমরা জয়ের উচ্ছ্বাসে মত্ত হয়ে গোটা ঘটনাটি ঘটিয়ে ফেলেছি। গানটিতে অত্যন্তই কুশব্দের প্রয়োগ করা হয়েছে এবং এর জন্য কোনওরকম কোনও অজুহাতই দেওয়া চলে না।'


গোটা বিষয়ে এনজ়োর চেলসি সতীর্থ তথা ফ্রান্স ফুটবলার ওয়েসলি ফোফানা অত্যন্ত ক্ষুব্ধ। তবে আর্জেন্তিনার উপরাষ্ট্রপতি ভিক্টোরিয়া ভিলারুয়েল অবশ্য গোটা ঘটনায় দলের পাশেই দাঁড়িয়েছেন। ফ্রান্সকে ঔপনিবেশিক দেশের তকমা দিয়ে সত্যি বলার জন্য দলকে কোনওরকম ভয় দেখানো বরদাস্ত করা হবে না বলে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন। গোটা ঘটনাটি এখন ফিফার বিচারাধীন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সিন্ধু-ভীনেশের জন্য বিশেষ সুবিধা! অলিম্পিক্সের গেমস ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হল বক্সারদের মাসাউরকে