দোহা: প্রতিবেশী ওয়েলশের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে (FIFA WC 2022) নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড (England vs Wales)। এই ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক তথা তারকা ফরোয়ার্ড হ্যারি কেনের (Harry Kane) ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে দলের কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate) স্পষ্ট জানিয়ে দিলেন কেন ফিট।


কেনের চোট আপডেট


তিনি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা অবশ্যই এমন দল মাঠে নামাব যারা এই ম্যাচে ইংল্যান্ডকে জেতাতে সক্ষম। হ্যারির হালকা চোট ছিল, তবে ও এখন সম্পূর্ণ সুস্থ। সবাই বলে ওর গোঁড়ালি চোট। তবে চোটটা ওর গোড়ালিতে নয়, ওর পায়ের পাতায়। বর্তমানে মোটামুটি দলের সকলেই ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত। এটা একদিক থেকে যেমন ভাল খবর, তেমনই আবার আমার জন্য দলের প্রথম ১১ বাছাইয়ের কাজটা কঠিন করে দেয়। তবে দিনের শেষে সম্পূর্ণ সুস্থ দলই তো সকলে চায় এবং আমাদের দলের সকলেই সম্পূর্ণ সুস্থ।'


নক আউটের অঙ্ক


বর্তমানে গ্রুপ 'বি'-র এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। কেনদের দখলে বর্তমানে চার পয়েন্ট। ওয়েলশের বিরুদ্ধে ড্র করলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে ইংল্যান্ড। অবশ্য ম্যাচে হারলেও গোলপার্থক্য ভাল থাকার ফলেও কেনরা পরের রাউন্ডে নামার যোগ্যতা অর্জন করতে পারেন। অপরদিকে, গ্যারেথ বেলের ওয়েলশ এক পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপে সবার নীচে রয়েছে। তাঁদের ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি বেলরা আশা করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের ম্যাচ যেন ড্র হয়।


গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল নেদারল্যান্ডস। এই বিশ্বকাপের (FIFA WC 2022) শুরুটা করেছিল সেনেগালকে ২-০ গোলে হারিয়ে। তবে পরপর দুই ম্যাচে জয় পেয়ে নক আউটে পৌঁছে গেল ডাচরা। গত ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করার পর, আজ শনিবার, ২৯ নভেম্বর কাতারকে ২-০ গোলে হারাল নেদারল্যান্ডস। ফের ডাচদের হয়ে গোল করলেন তরুণ কোডি গ্যাকপো। প্রথম দুই ম্যাচে হেডার ও বাঁ-পায়ে গোল করেছিলেন। কাতারের বিরুদ্ধে ডান পায়ে বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করেন গ্যাকপো।


আরও পড়ুন: ২৪ বছর আগে মুখোমুখি হয়েছিলেন ক্লদিও-আমেদ, কাতারে ফের দেখা যেতে পারে রেইনা-আবেদজাদের লড়াই