দোহা: গত ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়ের পর স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany Football Team)। বিশ্বকাপে (FIFA WC 2022) টিকে থাকতে হলে গ্রুপ 'ই'-র এই ম্যাচ জার্মানদের কাছে কার্যত মরণ-বাঁচন। লা রোহার বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জার্মানদের। এই ম্যাচের আগে কোনওরকম রাখঢাক না করেই জার্মান কোচ হান্সি ফ্লিক (Hansi Flick) সাফ জানিয়ে দেন এটি বিশ্বকাপে তাঁর দলের প্রথম 'ফাইনাল'।
পরপর ব্যর্থতা
জার্মানি গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামলেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল। ৮০ বছরে প্রথমবার এত আগে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানদের। গত বছর উয়েফা ইউরোতেও ইংল্যান্ডের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন থোমাস মুলাররা। এবার মুলারদের সামনে নিজেদের প্রমাণ করার লড়াই। বিশ্বকাপে জার্মানি বরাবরই কঠিন প্রতিপক্ষ। তাঁরা বরাবরই ভাল পারফর্ম করে এসেছেন। তবে গত দুই বড় টুর্নামেন্টে ব্যর্থ জার্মানির সেই দাপট কি ধীরে ধীরে খর্ব হয়ে আসছে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ফ্লিককে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রবিবারই এই প্রশ্নের জবাব মিলবে। হয়তো এই প্রশ্নের আরেককম জবাব, সঠিক জবাব পাওয়া গেলেও যেতে পারে।'
ফ্লিক আরও জানান, 'গত দুই টুর্নামেন্টে আমরা একেবারে ভাল পারফর্ম করতে পারিনি। আমরা সেই হতাশার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য বদ্ধপরিকর। ম্যাচে শেষ পর্যন্ত নিজেদের মনযোগ ধরে রাখাটাই আসল লক্ষ্য। এটা এবারের বিশ্বকাপে আমাদের প্রথম ফাইনাল।' এই ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড লিরয় সানের (Leroy Sane) মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁর হালকা চোট রয়েছে। সানের চোট নিয়ে আগেভাগে তেমন কিছু জানানি ফ্লিক, বরং তিনি শেষ অনুশীলন পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী।
সানের আপডেট
'আমাদের ওর বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলার জন্য শেষ অনুশীলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ও আপাতত অনুশীলন করতে পারছে এবং এটাই আমাদের কাছে বড় পাওনা। আমাদের মেডিক্যাল স্টাফরা অনেক পরিশ্রম করেছেন। দেখা যাক অনুশীলনে ও কেমন কী করে।' স্পেনের বিরুদ্ধে ঠিক বছর দু'য়েক আগে নিজেদের শেষ ম্যাচে ৬-০ গোলের লজ্জাজনক ব্যবধানে পরাজিত হয়েছিল জার্মানি। এবার লড়াইটা শুধু জবাব দেওয়ার নয়, রেকর্ড পঞ্চমবার বিশ্বজয়ের স্বপ্ন টিকিয়ে রাখারও।
আরও পড়ুন: তোরেসের বিশেষ সেলিব্রেশনে 'ক্ষুব্ধ' স্পেনের কোচ, চিরতরে বাতিল করার হুমকি দিলেন এনরিকে!