দোহা: বিশ্বকাপের (FIFA WC 2022) সফলতম দল ব্রাজিল সার্বিয়ার বিরুদ্ধে (Brazil vs Serbia) ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে। পাঁচটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি একমাত্র দল হিসাবে প্রতিটি বিশ্বকাপে খেলার কৃতিত্ব রয়েছে ব্রাজিলের দখলে। তবে কাফুর হাতে ২০০২ সালে বিশ্বকাপ ওঠার পর কেটে গিয়েছে ২০ বছর। দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে সেলেসাও। বিশ্বখেতাব জয়ের দলের সবথেকে বড় ভরসা তারকা ফরোয়ার্ড নেমার। বিশ্বকাপ শুরুর আগে ক্লাবের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন নেমার (Neymar jr)। এবার তিনি জাতীয় দলের হয়েও নিজের ফর্ম অব্যাহত রাখতে পারেন কি না, সেটাই দেখার।
কোথায় হবে খেলা?
২৫ নভেম্বর, শুক্রবার ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে লুসেইল স্টেডিয়ামে।
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০-এ শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে ব্রাজিল বনাম সার্বিয়ার এই ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচটি দেখা যাবে।
শেষ সাক্ষাৎ
সার্বিয়াকে ২-০ গোলে শেষ সাক্ষাতে হারিয়েছিল ব্রাজিল।
তিতের জন্য জয়
২০১৬ সাল থেকে ব্রাজিল কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিতে। তবে এই বিশ্বকাপেই ইতি। ব্রাজিল বিশ্বকাপে যেমন পারফর্মই করুক না কেন, বিশ্বকাপ শেষেই দলের দায়িত্ব ছাড়তে চলেছেন কোচ তিতে। ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়েছেন তিতে (Tite)। দলের হয়ে সাফল্যও বেশ চমকপ্রদ। তবে বিশ্বকাপ জেতা হয়নি। সেই বিশ্বকাপ জিতেই কোচকে বিদায় জানাতে আগ্রহী দলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন (Richarlison)।
ব্রাজিলের প্রথম ম্যাচের আগে রিচার্লিসন বলেন, 'তিতে আমাদের বাবার মতো স্নেহ করেন। ওঁ সবসময় জাতীয় দলে আমাদের সকলকে স্বাগত জানিয়েছেন। ওঁ সবসময় আমাদের অনুপ্রাণিত করে, তবে প্রয়োজনে কঠিন সত্যটা সামনে তুলে ধরতেও পিছপা হন না। ওঁর থেকে আমরা অনের কিছু শিখেছি। ওঁ আমাদের সাহসী ফুটবল খেলা শিখিয়েছেন। আমদের যতই খারাপ লাগুক না কেন, এটাই ওঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং ওঁর মুখে হাসি ফোটাতে আমরা নিজেদের সবটা উজাড় করে দেব। ওঁর জন্যই বেশি করে বিশ্বকাপ জিততে চাই।'
আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামছে রোনাল্ডোর পর্তুগাল, কোথায়, কখন দেখবেন ম্য়াচ?