দোহা: সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ (FIFA WC 2022) অভিযান শুরু করেছে রেকর্ড চ্যাম্পয়িন ব্রাজিল (Brazil vs Serbia)। তবে দলের জয়ের দিনেও ব্রাজিলকে সমর্থকদের চিন্তার কারণ দলের তারকা ফরোয়ার্ড নেমারের চোট। ম্যাচের ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেমার। বেঞ্চে বসা নেমারকে (Neymar Jr) বেশ অস্বস্তিতে দেখায়। ঠিক কতটা গুরুতর ব্রাজিল তারকার চোট?
ব্রাজিল ডাক্তারের আপডেট
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, 'নেমার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। সার্বিয়ান খেলোয়াড়ের হাঁটুর সঙ্গে সংঘাত হওয়ার জেরেই চোট পান তিনি। তবে ওঁ বেঞ্চে আসার পরে সঙ্গে সঙ্গেই আমরা ওঁর চিকিৎসা শুরু করে দিই। ফিজিওর সঙ্গে ম্যাচের পরেও ওঁর চিকিৎসা অব্যাহত ছিল। এমআরআইয়ের পর ওঁর চোটের বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে তার আমাদের আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে। কাল ওঁর পরীক্ষা করা হবে। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আগে থেকে তাই বেশি কিছু বলতে চাই না। আপাতত অপেক্ষা করাই একমাত্র উপায়।'
কাতার বিশ্বকাপই ম্ভবত জাতীয় দলের হয়ে খেতাব জয়ের নেমারের শেষ সুযোগ। তিনি যে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন, তাঁর পূর্বাভাস আগেই দিয়ে রেখেছেন ব্রাজিল তারকা। তাই নিঃসন্দেহে দলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে মরিয়া হবেন নেমার। তিনি দুর্দান্ত ফর্মে নিয়ে বিশ্বকাপে নেমেছেন। তবে ম্যাচের পরে বেঞ্চে নেমারের ব্যথায় কাঁতর মুখ এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তাঁর হাঁটুর একাধিক ছবি কিন্তু সেলেসাও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে।
জয় দিয়ে অভিযান শুরু
ফিফার বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপের সফলতম দলও। বিশ্বকাপে বিগত ১৫টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধেও দুই ম্যাচই জিতেছিল ব্রাজিল। সেই জয়ের ধারা অব্যাহত রইল। ম্যাচের প্রথম ঘণ্টায় সার্বিয়া দুরন্তভাবে ব্রাজিলকে আটকে রাখে। রাফিনহা উভয় অর্ধেই গোলের সুযোগ নষ্ট করেন। অ্যালেক্স সান্দ্রোর দূরপাল্লার শটও পোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথম ঘণ্টার পরেই সার্বিয়ার দীর্ঘ প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম হয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট সার্বিয়ার গোলরক্ষক বাঁচিয়ে দেওয়ার পর ফিরতি বল রিচার্লিসনের পায়ে চলে যায়। সেখান থেকেই গোল করে ব্রাজিলকে ম্যাচে এগিয়ে দেন নয় নম্বর জার্সিধারী রিচার্লিসন।
ব্রাজিলের নয় নম্বর জার্সিধারীর বিশ্বকাপ মাতানো নতুন কিছু নয়। এর আগেও সেলেসাওয়ের হয়ে নয় নম্বর জার্সিধারী এক কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো বিশ্বকাপে নিজের ছাপ ছেড়েছেন। এদিন রিচার্লিসনের দ্বিতীয় গোলটি দেখে নিঃসন্দেহে রোনাল্ডোও গর্ববোধ করবেন। বাইসাইকেল কিকে এক অনবদ্য গোল করেন রিচার্লিসন। এদিন ম্যাচে অনেকেই গ্যাব্রিয়েল জেসুসের বদলে রিচার্লিসনকে প্রথম একাদশে সুযোগ পেতে দেখে ভ্রু কুঁচকেছিলেন। তবে নিজের পারফরম্যান্সে তিতের সিদ্ধান্তকে সঠিকই প্রমাণ করলেন স্পার্স তারকা।
আরও পড়ুন: একমাত্র ফুটবলার হিসাবে ৫ বিশ্বকাপে গোল! বিরল কীর্তি রোনাল্ডোর