দোহা: দুরন্তভাবে নিজেদের বিশ্বকাপ (FIFA WC 2022) অভিযান শুরু করল ব্রাজিল ফুটবল দল (Brazil Football Team)। রিচার্লিসনের (Richarlison) জোড়া গোলে সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেসাও। গোলশূন্য প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে ৬২ ও ৭৩ মিনিটে গোল করেন রিচার্লিসন।


সার্বিয়ার লড়াই


ফিফার বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপের সফলতম দলও। বিশ্বকাপে বিগত ১৫টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধেও দুই ম্যাচই জিতেছিল ব্রাজিল। সেই জয়ের ধারা অব্যাহত রইল। ম্যাচের প্রথম ঘণ্টায় সার্বিয়া দুরন্তভাবে ব্রাজিলকে আটকে রাখে। রাফিনহা উভয় অর্ধেই গোলের সুযোগ নষ্ট করেন। অ্যালেক্স সান্দ্রোর দূরপাল্লার শটও পোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথম ঘণ্টার পরেই সার্বিয়ার দীর্ঘ প্রতিরোধ ভেঙে ফেলতে সক্ষম হয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট সার্বিয়ার গোলরক্ষক বাঁচিয়ে দেওয়ার পর ফিরতি বল রিচার্লিসনের পায়ে চলে যায়। সেখান থেকেই গোল করে ব্রাজিলকে ম্যাচে এগিয়ে দেন নয় নম্বর জার্সিধারী রিচার্লিসন।


রিচার্লিসন গোল


ব্রাজিলের নয় নম্বর জার্সিধারীর বিশ্বকাপ মাতানো নতুন কিছু নয়। এর আগেও সেলেসাওয়ের হয়ে নয় নম্বর জার্সিধারী এক কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো বিশ্বকাপে নিজের ছাপ ছেড়েছেন। এদিন রিচার্লিসনের দ্বিতীয় গোলটি দেখে নিঃসন্দেহে রোনাল্ডোও গর্ববোধ করবেন। বাইসাইকেল কিকে এক অনবদ্য গোল করেন রিচার্লিসন। এদিন ম্যাচে অনেকেই গ্যাব্রিয়েল জেসুসের বদলে রিচার্লিসনকে প্রথম একাদশে সুযোগ পেতে দেখে ভ্রু কুঁচকেছিলেন। তবে নিজের পারফরম্যান্সে তিতের সিদ্ধান্তকে সঠিকই প্রমাণ করলেন স্পার্স তারকা।


ম্যাচ শেষের দিকে ব্রাজিল এতটাই দাপুটে ফুটবল খেলে যে প্রথম ঘণ্টায় এই দলই যে গোল করতে ব্যর্থ হয়েছিল, তা বোঝা দায়। সার্বিয়া গোল করার চেষ্টা করলেও, তাতে সাফল্য পায়নি। থিয়াগো সিলভার নেতৃত্বাধীন ব্রাজিল রক্ষণ গোটা ম্যাচ জুড়েই দারুণ পারফর্ম করে। এই নিয়ে ব্রাজিল বিশ্বকাপের টানা ২০টি উদ্বোধনী ম্যাচে অপরাজিত। ম্য়াচ শুরু না করলেও জেসুস, অ্যান্টনি, রদ্রিগো ও গ্যাব্রিয়েল মার্টিনেলি সকলেই দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে মাঠে নামেন। ম্যাচে নেমার (Neymar jr) গোল না করলেও, তিনি বেশ ভালই খেলেন। তবে তাঁকে ম্যাচে সবথেকে বেশি নয়বার ফাউল করা হয়। ম্যাচের ৮০ মিনিটে তিনি গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তেও বাধ্য হন। 


আরও পড়ুন: গোল পেলেন রোনাল্ডো, রুদ্ধশ্বাস ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারাল পর্তুগাল