দোহা: এক বছর আগের ঘটনা এখনও তাড়া করে বেরায় তাঁকে। ইউরো কাপে ডেনমার্কের ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্তব্ধ হয়ে গোটা ফুটবলবিশ্ব দেখেছিল, অচৈতন্য হয়ে তাঁর মাঠে লুটিয়ে পড়ার হাড় হিম করা দৃশ্য।


অলৌকিকভাবে প্রাণরক্ষা হয়েছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের (Christian Eriksen)। মাঠেও ফিরেছেন তিনি। কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ডেনমার্কের (Denmark Football Team) জার্সিতে ফের দেখা যাবে। বিশ্বকাপ শুরুর আগে ফিফার ওয়েবসাইটে এরিকসেন বলেছেন, 'আমাকে নাড়িয়ে দিয়েছিল, এরকম একটা ঘটনার পর মাঠে ফিরেছি। সময় সত্যিই কত দ্রুত চলে যায়। এক বছর আগের ঘটনা আর এখন একানে বিশ্বকাপ খেলতে আসা দুটো যেন বিপরীতধর্মী। বরাবর বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছি। আশা করেছিলাম কাতারে আসতে পারব। আশা করেছিলাম সুস্থ থাকব আর চিকিৎসকদের কাছে মাঠে নামার অনুমতি পাব। আমি সেটার জন্য কৃতজ্ঞ।'


মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ড্যানিশ তারকা। বলেছেন, 'সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরা, মাঠে প্রত্যাবর্তন আমার কাছে বিরাট প্রাপ্তি। বিশ্বকাপ খেলাটা বিশাল ব্যাপার। আমি আরও ফুটবল খেলতে চেয়েছিলাম আর আমি ধন্য যে, সেটা পারছি। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারছি।'


২২ নভেম্বর বিশ্বকাপে ডেনমার্কের প্রথম ম্যাচে প্রতিপক্ষ তিউনিশিয়া। এরিকসেন বলছেন, 'ওদের বেশ কিছু ক্লিপিংস দেখছি আর প্রস্তুতি নিচ্ছি। ওদের ফুটবলার ধরে ধরে বিশ্লেষণ চলছে। ওরা বিশ্বকাপ খেলছে আর সেটা একটা বিরাট ব্যাপার। নতুন একটা দলের বিরুদ্ধে খেলাটা দারুণ ব্যাপার। খুব ভাল একটা ম্যাচ হবে। বিশ্বমঞ্চে আমরা কীরকম দল, সেটাও বোঝা যাবে।' 


 






ডেনমার্কের সেরা শক্তি কি? এরিকসেনের কথায়, 'আমাদের দলীয় সংহতি খুব ভাল। জাতীয় দলে এতদিন থাকতে পারাটা বিরাট ব্যাপার। কিন্তু গত কয়েক বছরে আমাদের খেলার মান আগের চেয়েও ভাল হয়েছে। ফলাফল থেকেই সেটা বোঝা যাচ্ছে।'


আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে