দোহা: পিয়ার্স মর্গ্যানকে দেওয়া তাঁর বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে এখনও সরগরম ফুটবল বিশ্ব। তারই মধ্যে দোহায় পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কেরিয়ারের শেষ ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে। আর দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই পরিচিত মেজাজে ধরা দিলেন সিআর সেভেন। টিমবাসে ওঠার আগে দেখালেন থাম্বস আপ।
লিওনেল মেসি (Lionel Messi) পৌঁছে গিয়েছেন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো কবে কাতারে পা রাখেন, উৎসুক ছিল ফুটবল বিশ্ব। অবশেষে কাতারে পৌঁছে গেলেন রোনাল্ডোও। তাঁর পর্তুগালের সতীর্থদের সঙ্গে। কালো স্যুট, জুতোয় ঝকঝকে দেখাচ্ছিল রোনাল্ডোকে। ফিফা একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে রোনাল্ডোকে দেখা যাচ্ছে বিমানবন্দরে খোশমেজাজে। সতীর্থদের সঙ্গে টিমবাসে ওঠার আগে ফটোগ্রাফারদের ডাকে সাড়া দেন তিনি। তারপর থাম্বস আপ দেখান। উঠে যান বাসে।
নাইজিরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি রোনাল্ডো। তা নিয়েও জল্পনা হয়েছে বিস্তর। দলের কোচ জানিয়েছিলেন যে, তাঁর পেটের সমস্যা রয়েছে। যদিও বিমানবন্দরে রোনাল্ডোকে দেখে সেসব কিছুই মনে হয়নি।
পিয়ার্স মর্গ্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিস্ফোরক কথা বলেছিলেন রোনাল্ডো। বলেছিলেন, ‘‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে নিশানা করা হচ্ছে। আমি এই ক্লাবে থাকি, সেটা অনেকে চায় না। শুধু এই বছর নয়, আগের বছরও তারা সেটাই চেয়েছিল।’’
কারা রয়েছেন সেই তালিকায়? ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগের নাম প্রকাশ্যে বলেছেন রোনাল্ডো। তবে বলেছেন, ‘‘শুধু কোচ নয়, আরও দু-তিন জন রয়েছে যারা আমাকে চায় না।’’
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে শুক্রবার বিকেলে একটি বিবৃতি জারি করে বলা হয়, রোনাল্ডোর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের বক্তব্য নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যতক্ষণ না কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততক্ষণ ক্লাবের তরফে আর কোনও মন্তব্য করা হবে না। তবে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোনাল্ডোকে নিয়ে অত্যন্ত কড়া মনোভাব নিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে