দোহা: বিশ্বকাপে (FIFA World Cup) শোরগোল ফেলে দিয়েছিল জাপান। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল জাপান। গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে ৭ গোলে হেরেছিল কোস্তা রিকা (Japan vs Costa Rica)। যে ফলের পর আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল, রাশিয়া বিশ্বকাপের মতোই কাতারেও না গ্রুপ থেকেই ছিটকে যেতে হয় জার্মানিকে।


কিন্তু থোমাস মুলারদের অক্সিজেন দিয়ে গেল কোস্তা রিকা। রবিবার তারা জাপানকে ১-০ গোলে হারিয়ে দিল। সেই সঙ্গে গ্রুপ ই-তে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল। রবিবার জার্মানি যদি স্পেনকে হারিয়ে দেয়, বা, ম্যাচ ড্র করে, তাহলেও শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে থাকবে।


ম্যাচের শুরু থেকে বারবার কোস্তা রিকা বক্সে আক্রমণ শানিয়েছেন জাপানের ফুটবলাররা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৮১ মিনিটের মাথায় জাপান ডিফেন্ডারের ভুলে বল চলে যায় কোস্তা রিকার ফুটবলার কীশার ফুলারের পায়ে। সুযোগসন্ধানী ফুলার গোল করতে ভুল করেননি। ম্যাচের একেবারে শেষ লগ্নে এই গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান। শেষ দিকে মরিয়া হয়ে কোস্তা রিকা বক্সে বেশ কয়েকবার আক্রমণ তুলে আনেন জাপানের ফুটবলাররা। কিন্তু কোস্তা রিকার বড় চেহারার ফুটবলারদের সামনে আটকে যান। একবার কার্যত গোললাইন সেভ করেন কোস্তা রিকার গোলকিপার। শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছাড়তে হল এশিয়ার দলকে।


 






কোস্তা রিকার এই জয়ের ফলে গ্রুপ ই-র পয়েন্ট টেবিলের ছবিটাও পাল্টাল। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। তাঁরা গোলপার্থক্যে অনেক এগিয়ে। রবিবার হারলেও এখনও পর্যন্ত দুইয়েই থেকে গেল জাপান। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট কোস্তা রিকারও। তবে তারা গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিন নম্বরে। ১ ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে সকলের নীচে জার্মানি।


আরও পড়ুন: গোল করে মারাদোনাকে ছুঁলেন মেসি, স্বপ্ন বেঁচে রইল আর্জেন্তিনার