দোহা: সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্তিনার (Argentina)। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে কাটাছেঁড়া চলছিল গোটা বিশ্বে। 


জবাব দেওয়ার জন্য বিশ্বকাপকেই বেছে নিলেন মেসি। মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে ঝলসে উঠল তাঁর বাঁ পা। বিশ্বকাপে মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্তিনা। ম্যাচের ৬৪ মিনিটে বাঁ পায়ের দুরন্ত মাটি ঘেঁষা ভলিতে গোল করলেন আর্জেন্তিনার অধিনায়ক। সেই সঙ্গে ছুুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে (Diego Maradona)। বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে মারাদোনার মতোই ২১ ম্যাচে ৮ গোল মেসির। কিংবদন্তির রেকর্ড যেদিন স্পর্শ করলেন মেসি, তার আগের দিনই ফুটবলের রাজপুত্রের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গিয়েছে।


মহাতারকার জ্বলে ওঠার দিন নতুন তারার সন্ধানও যেন পেল আর্জেন্তিনা। তিনি এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez)। বয়স মাত্র ২১। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় মেক্সিকো বক্সের বাঁদিকে ঢুকে পড়ে ডান পায়ের ইনস্টেপে গোলার মতো শট জালে জড়িয়ে দিলেন। মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া (Guillermo Ochoa), গোলপোস্টের নিচে যাঁর বিশ্বজোড়া খ্য়াতি, শরীর শূন্যে ভাসিয়েও সেই শট রুখতে পারলেন না।


আরও পড়ুন: Fifa World Cup: এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ক বধ, প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের নক আউটে ফ্রান্স


ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে শনিবারই সৌদি আরবকে ২-০ গোলে পোল্যান্ড হারিয়ে দেওয়ায় আর্জেন্তিনাকে কার্যত জিততেই হতো এই ম্যাচ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে লা আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ (World Cup) বা যে কোনও বড় টুর্নামেন্টে (Tournament) মেক্সিকোর বিরুদ্ধে গত ১০ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্তিনা। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতের মধ্যে চারবারই জিতেছিল আর্জেন্তিনা। সেই দাপট শনিবারেও বজায় রইল। 


গ্রুপ সি-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ড (Poland)। ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এল আর্জেন্তিনা। সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে মেসিরা। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই শেষ ১৬-র টিকিট নিশ্চিত হয়ে যাবে।