দোহা: বিশ্বকাপে (Qatar 2022) নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছে স্পেন। ৭-০ গোলে চূর্ণ করেছে কোস্তা রিকাকে। রবিবার ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে জার্মানির বিরুদ্ধে নামছে স্প্যানিশ আর্মাডা। যে ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে স্পেনের। এমনকী, ড্র করলেও শেষ ষোলোয় যাওয়া আটকাবে না।
আর এই পরিস্থিতিতে ফুটবলারদের জন্য কোনও ফতোয়া জারি করতে চান না স্পেনের কোচ লুইস এনরিকে (Luis Enrique)। বরং তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চান না এনরিকে। স্পেনের কোচ বলেছেন, 'ফুটবলাররা যদি ম্য়াচের আগে স্ত্রী বা প্রেমিকাদের সঙ্গে সময় কাটাতে চায়, আমি বাধা দেব না। এটা তো স্বাভাবিক।'
তবে দলের ফুটবলারদের সতর্কও করে দিয়েছেন এনরিকে। জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের উদ্দাম জীবনযাপন চান না তিনি। বলেছেন, 'আমি চাই না ম্য়াচের আগের রাতে কেউ উদ্দাম সময় কাটাক।'
ফের অঘটন
কাতার বিশ্বকাপ (Qatar World Cup) আর অঘটন যেন সমার্থক হয়ে গিয়েছে। ফের ছোট দলের হাতে বড় দলের যন্ত্রণার হার। বিশ্বকাপে যাদের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল, সেই বেলজিয়ামকে ২-০ গোলে চূর্ণ করল মরক্কো (Belgium vs Morocco)।
মরক্কো ম্যাচ জিততেই জমে উঠেছে গ্রুপ এফ-এর পয়েন্ট টেবিল। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অপ্রত্যাশিতভাবে শীর্ষে উঠে এল মরক্কো। ২ ম্যাচের একটি জিতে আর একটি পরাজিত হয়ে ৩ পয়েন্ট কেভিন দ্য ব্রুইনদের ঝুলিতে। তাঁরা রয়েছেন তালিকায় দুই নম্বরে। তিনে রয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচ ড্র করে ১ পয়েন্ট রয়েছে ক্রোটদের ঝুলিতে। কানাডা ১ ম্যাচ খেলে কোনও পয়েন্ট না পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলে সকলের নীচে। রবিবারই মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও কানাডা। সেই ম্যাচের পর পাল্টে যেতে পারে গ্রুপের ছবি।
বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলেন মরক্কোর আবদেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটের মাথায় বেলজিয়াম বক্সের বাঁ প্রান্তে ফ্রি কিক পায় মরক্কো। সেট পিস থেকে বাঁক খাওয়ানো শটে সূক্ষ কোণ থেকে গোল করেন সাবিরি। বিশ্বের দু নম্বর দল বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তুয়াও কার্যত কিছু বুঝে উঠতে পারেননি।