আবীর দত্ত, কলকাতা: শীতকালে শুরু বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবার তাই শীতকালেই ফুটবলের মরসুম। অপেক্ষার অবসান। শুরু হলো ফিফা বিশ্বকাপ। কেউ চোখ রাখছেন টিভির পর্দায়। কেউ মোবাইলে। আবার মাঠে বসে খেলা দেখছেন, এরকম ফুটবলপ্রেমীদের সংখ্যাও কম নয়। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পৌঁছেছেন কাতারে খেলা দেখতে। আরও ফুটবলপ্রেমীরা যাচ্ছেন। ভারত থেকে প্রচুর সংখ্যায় মানুষ গিয়েছেন কাতারে। পিছিয়ে নেই কলকাতাও। অনেকে কাতার (Qatar 2022) পৌঁছে গিয়েছেন। অনেকে পৌঁছবেন।


একাধিক বিতর্কের পর উদ্বোধনী ম্যাচের শুরুতেই দর্শকদের মন জয় করল আয়োজক দেশ কাতার। মহা সমারোহে শুরু হল বিশ্বকাপ ২০২২। কিন্তু কাভাবে মন জয় করল কাতার? বলতে পারেন, এই তো এত বিতর্ক ছিল টুর্নামেন্টকে ঘিরে। আসরে নামতে হয়েছিল ফিফা প্রেসিডেন্টকেও। তাহলে আচমকা এমন কী হল? 


বিশ্বকাপের শুরুতেই দর্শকদের উপহারে ভরিয়ে দিল কাতার। যাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সবাই নির্দিষ্ট আসনে বসার আগেই দেখেছেন, সেখানে রাখা আছে একটি উপহারের ব্যাগ। 


কী আছে সেই ব্য়াগে?


একটা ফুটবল, কাতারের বিশেষ সুগন্ধি, দুটি ছোট ছোট বিশ্বকাপের লোগোর আদলে তৈরি পিন বা বিশ্বকাপের ব্যাচ, বিশেষ ম্যাচ কাপ, আতর, টি শার্ট, একটি ল্যাম্প, স্কার্ফ, আর ম্যাসকট লাইব।


উপহার পেয়ে বেজায় খুশি প্রথম ম্যাচের সাক্ষী থাকা ফুটবলপ্রেমীরা। একেবারে কাগজের ব্যাগে এই সমস্ত উপহার দেওয়া হল দর্শকদের। যে ফুটবল দেওয়া হয়েছে, সেখানেও এবার বিশ্বকাপের লোগো ছাপানো। দোহার এল বেইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হল উদ্বোধনী অনুষ্ঠান। ৬০ হাজার দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠান দেখার জন্য। 






আলোর রোশনাই, আতসবাজিতে বিশ্বকাপ উৎসবের সূচনা করল কাতার। এই বিশ্বকাপ লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ? নাকি আবারও নতুন কোনও নায়কের জন্ম দেবে এই বিশ্বকাপ ? এই দুই প্রশ্ন বিশ্বের সমস্ত প্রান্তে। ফরাসি তারকা করিম বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ফুটবল জগতকে চমকে দিয়েছে। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে সেনেগালের তারকা সাদিও মানে। ব্যালঁ ডি'ওর বিজয়ী বেঞ্জেমা আর রানার আপ মানে। শুরুতেই এই জোড়া ধাক্কা। তার মধ্যেই শুরু বিশ্বকাপ। কিন্তু শুরুতে উপস্থিত দর্শকদের মন জয় করে যেন উৎসবের রং ছড়াল কাতার বিশ্বকাপ।                                              


আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্য, শতরান করে ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে