মাউন্ট মাউনগানুই: বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ভারতীয় দল (Team India) নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলল। ব্যাট হাতে অনবদ্য শতরান করলেন আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাত্র ৫১ বলে ২০০-র অধিক স্ট্রাইক রেটে অপরাজিত ১১১ রান করেন সূর্য।
রোহিতের রেকর্ডে ভাগ
এই বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতরান হাঁকিয়েছিলেন সূর্য। কিউয়িদের বিরুদ্ধে শতরানের দৌলতে রোহিত শর্মার পর মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এক বছরে দুই শতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন। নিজের ইনিংসে ১১টি চার ও সাতটি ছক্কা হাঁকান সূর্যকুমার। ঋষভ পন্থ মাত্র ছয় রানে আউট হয়ে যাওয়ার পর ব্যাটে নামেন সূর্য। কার্যত তিনি একা হাতেই ভারতকে ১৯১ রান তুলতে সাহায্য করেন। ৪৯ বলে নিজের শতরান পূরণ করেন সূর্য।
প্রথম ইনিংস
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেন উইলিয়ামসন। ভারতীয় শিবির এদিন ওপেনিংয়ে শুভমন গিলকে না খেলিয়ে ঋষভ পন্থকে খেলিয়েছিল। ঈশান কিষাণের সঙ্গে খেলতে নেমেছিলেন ওপেনে পন্থ। কিন্তু এই জুটি ব্যর্থ হয় এদিন। মাত্র ৬ রানে ফেরেন পন্থ। যদিও ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে ফিরে যান ঈশান কিষাণও। ব্যর্থ হন শ্রেয়স আইয়ার। ১৩ রান করে ফিরে যান তিনি। তবে একদিকে ততক্ষণে ব্য়াট হাতে ঝড় তোলা শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদব। মাঝে অল্প বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। কিন্তু খেলা শুরু হতেই পুরোটাই যেন সূর্য-শো। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকালেন সূর্যকুমার যাদব।
বে ওভালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। একটা সময় মনে হচ্ছিল যে হয়ত ১৬০ বোর্ডে তোলাও সম্ভব হবে না। কিন্তু সেখান থেকেই ম্যাচের গতিবিধি বদলে দেন সূর্য। শ্রেয়সের পর হার্দিকও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। তিনিও ১৩ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত ভারতের স্কোর হয় ১৯১/৬।
কিউয়ি বোলারদের মধ্যে এদিন কাউকেই রেয়াত করেননি সূর্যকুমার। ওয়ান ম্যান শো ছিল বে ওভালে এদিন। যদিও ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন টিম সাউদি। টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন কিউয়ি পেসার।
আরও পড়ুন: সূর্যকুমার যাদবের অপরাজিত সেঞ্চুরি, ২০ ওভারে ভারতের স্কোর ১৯১/৬