দোহা: ৩৭ বছর ১৩২ দিন বয়স। কিন্তু এই বয়সেও গোলপোস্টের নীচে একপ্রকার দুর্ভেদ্য তিনি। মেক্সিকোর (Mexico) গুলিরেমো ওচোয়া (Guillermo Ochoa)। পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে তেকাঠির নীচে চিনের প্রাচীর হয়ে উঠলেন গুলিরেমো ওচোয়া। পোল্যান্ডের লেওয়ানডস্কি একবারও গোলমুখ খুলতে পারলেন না ম্যাচে। ডেনমার্ক-তিউনেশিয়া ম্যাচের পর পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ গোলশূন্য ড্র হয়ে গেল।
মেক্সিকো ৪-৩-৩ ফর্মেশনে দল নামিয়েছিল। অন্যদিকে পোল্যান্ড তাঁদের দল সাজিয়েছিল ৪-২-৩-১ ফর্মেশনে। এদিন ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল মেক্সিকো। কিন্তু পোল্যান্ডের গোলরক্ষকের দুরন্ত সেভ তা আটকে যায়।
দ্বিতীয় অর্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল পোল্য়ান্ড। ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে গিয়েছিল পোল্যান্ড। কিন্তু মেক্সিকোর ওচোয়া শরীর বাঁদিকে ছুঁড়ে দিয়ে নিখুঁত অনুমান ক্ষমতায় বল আটকে দেন। গোটা ম্যাচে বেশ কয়েকবার ডি বক্সের ভেতর মেক্সিকোর ত্রাতা হয়ে উঠলেন ওচোয়া।
মেসিদের হার প্রথম ম্যাচে
টুর্নামেন্ট শুরুর আগেই জার্মানির কিংবদন্তি য়ুর্গেন ক্লিন্সম্যান ভবিষ্যদ্বাণী করেছিলেন, অঘটনের বিশ্বকাপ হবে এবার।
ফুটবল পণ্ডিতরা হয়তো ভাবতেও পারেননি যে, ক্লিন্সম্যানের কথা এত তাড়াতাড়ি ফলে যাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্তিনা। যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। সৌদি আরব আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল (Argentina vs Saudi Arabia)। অঘটনের বিশ্বকাপ যেন শুরু হয়ে গেল মঙ্গলবার, টুর্নামেন্টের তৃতীয় দিনই।
এই ম্যাচের আগে আর্জেন্তিনার সঙ্গী ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্য়ে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিল সৌদি আরব।
লুসেইল স্টেডিয়ামে ম্যাচের শুরু দেখে অবশ্য অন্যরকম মনে হয়েছিল। মনে হয়েছিল, ফেভারিট আর্জেন্তিনা গোলের মালা পরিয়ে দেবে তুলনামূলকভাবে দুর্বল সৌদি আরবকে। ম্যাচের ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। যিনি আগেই ঘোষণা করে দিয়েছেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। মেসির বাঁ পায়ের মাটি ঘেঁষা শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক।