দোহা: কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল ভারত (Indian Football Team)। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে হলে শেষ ম্যাচে অসাধ্য সাধন করতে হবে ভারতকে। হারাতে হবে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল কাতারকে। তাও আবার তাদের ঘরের মাঠে গিয়ে। যা অগ্নিপরীক্ষার সামিল। ড্র করলেও ভারতের সুযোগ থাকবে। সেটাও সহজ কাজ নয় বলেই ধারণা ফুটবল মহলের। আর সেক্ষেত্রে অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।
কাতারের বিরুদ্ধে ম্যাচে ভারত পাবে না সুনীল ছেত্রীকে (Sunil Chhetri)। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। তাঁর পরিবর্তে কাতারের বিরুদ্ধে অন্য কাউকে অধিনায়ক হিসাবে বেছে নিতেই হতো ভারতকে। রবিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল।
শনিবার গভীর রাতে দোহায় পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ১৫-তে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে (Jassim bin Hamad Stadium) কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার জন্য যে ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন দ্বৈরথ। আর তৃতীয় রাউন্ডে ওঠা মানে শুধু ইতিহাস তৈরি করাই নয়, ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করাও।
কাতার ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু (Gurpreet Singh Sandhu)। সুনীল ছাড়াও কাতারে যাননি ডিফেন্ডার আমে রানাওয়াডে, লালচুংনুঙ্গা ও শুভাশিস বসু।
রানাওয়াডে, লালচুংনুঙ্গাকে নিয়ে স্তিমাচ বলেছেন, 'দুজনকেই দলে রেখে আমি খুশি ছিলাম। ভবিষ্যতের কথা ভেবে দুজনের খেলা নিয়েই পরিশ্রম করেছি। ওদের ছেড়ে দেওয়ার আগে ভাল কথা হয়েছে। ওরা জানে পরের মরশুমের আগে ওদের কোন কোন দিকগুলিতে উন্নতি করতে হবে। আমি আশা করছি ওরা দুজনে আরও শক্তিশালী হয়ে ফিরবে পরের মরশুমে।'
সুনীলের পর গুরপ্রীতই অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন। ৩২ বছরের ফুটবলার জাতীয় দলের হয়ে ৭১টি ম্যাচ খেলেছেন। সুনীলের পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। স্তিমাচ বলেছেন, 'সুনীল ও সন্দেশের পাশাপাশি গুরপ্রীত গত পাঁচ বছর ধরে আমাদের অধিনায়কই। তাই খুব স্বাভাবিকভাবেই ও দায়িত্ব নেওয়ার জন্য অন্যতম সেরা মুখ।'
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পরে আধ্যাত্মিক সানিয়া! টেনিস সুন্দরী বেরিয়ে পড়ছেন হজযাত্রায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।