নয়াদিল্লি: জাভি হার্নান্ডেজ। বিশ্বজয়ী প্রাক্তন স্প্যানিশ মিডিও। বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। সেই জাভিই নাকি ভারতীয় ফুটবলের হেডকোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে মুখ ফিরিয়ে নেওয়া হল। স্প্যানিশ কিংবদন্তি ভারতী ফুটবল দলের কোচ হওয়ার জন্য় আবেদন পত্রও পাঠিয়েছিলেন। কিন্তু তা নাকি নাকচ করে দিয়েছে ফেডারেশন।
২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০২১ সালে কাতালান ক্লাবের কোচের পদে নিযুক্ত হন। বার্সার কোচ হিসেবে ১৪৩ ম্য়াচে দায়িত্ব সামলেছিলেন। ২০২২-২৩ সালে লা লিগা জিতিয়েছিলেন দলকে। কিন্তু ২০২৪ সালে জাভিকে বরখাস্ত করা হয়। যদিও বার্সার কোচ হওয়ার আগে ২০১৯ সালে প্রথমবার মধ্যপ্রাচ্যের কাতারে আল-সাদের ক্লাবের কোচের দায়িত্ব সামলেছিলেন। সেই ক্লাবের জার্সিতে ৯৬ ম্য়াচ কোচিং করিয়েছেন তিনি। ফের একবার এশিয়ায় কোচিংয়ের জন্য ভারতের কোচের পদে আবেদন পাঠিয়েছিলেন। শুধু জাভিই নয়। এই পদের জন্য আবেদন করেছিলেন ১৭০ জন। ৪৫ বছরের জাভিই সবার মধ্য়ে সবচেয়ে হাইপ্রোফাইল ছিলেন।
সূত্রের খবর, জাভির উচ্চ বেতন কাঠামো ও শর্ত মেনে নিতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাই প্রাথমিক তালিকায় রাখা হয়নি প্রাক্তন স্প্যানিশ তারকাকে। যাঁরা আপাতত শর্ট লিস্টেট হয়েছেন তাঁরা হলেন- খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ও স্তেফেন তারাকোভিচ। জানা গিয়েছিল, জাভি নিজের ব্যক্তিগত ইমেল আইডি থেকেই ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার আবেদন জানিয়েছিলেন। যদিও তার কোনও কন্ট্যাক্টট নম্বর দেওয়া ছিল না। বার্সেলোনার জার্সিতে কেরিয়ারের বেশিরভাগ সময়টা খেলেছিলেন জাভি। কাতালান ক্লাবের জার্সিতে ৭৬৭ ম্য়াচও খেলেছেন। জিতেছেন কোপা দেল রে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের মত শিরোপা। ভারতীয় ফুটবলের উন্নতিতে জাভি অবদান রাখতেই পারতেন। কিন্তু তা আর হল না।
ডুরান্ডে জয় দিয়ে অভিযান শুরু লাল হলুদের
এদিকে, ডুরান্ডে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্য়াচে জয় দিয়ে অভিযান শুরু করেছে লাল হলুদ শিবির। বুধবার থেকে শুরু হয় ১৩৪তম ডুরান্ড কাপ, যার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাল-হলুদ বাহিনী ও বেঙ্গালুরু এফসি। খেলার প্রথমার্ধেই দু গোলে এগিয়ে গিয়েছিল লাল হলুদ শিবির। বিরতিতে ২-০-য় এগিয়ে থেকেই সাজঘরে যায় তারা। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটের মধ্যে বাকি তিনটি গোল করে ম্যাচ শেষ করে তারা। দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন বিপিন সিংহ। জন্মদিনে বল প্রতিপক্ষের জালে জড়ালেন সল ক্রেসপোও। কলকাতার বড় দল প্রত্যাশামতোই দুরন্তভাবে শুরু করল।