দোহা: বিশ্বকাপে মাঠে নামার আগেই শিরোনামে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে সি আর সেভেনের। ক্লাবের কোচ ও কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে মুখ খুলে বিরাগভাজন হতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। এই সবের মধ্যেই আজ থেকে কাতারে অভিযান শুরু করছে পর্তুগাল (Portugal)। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ঘানা। খেলা শুরুর আগে স্বভাবতই ঘানার কোচকেও রোনাল্ডো ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। যদিও তা নিয়ে ভাবতে নারাজ ঘানার কোচ ওট্টো আড্ডো। 


কী বলছেন ঘানার ম্যানেজার?


পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের আগে ঘানার ম্যানেজার ওট্টো আড্ডো বলছেন, ''পুরো বিষয়টা সম্পর্কে আমি ঠিক জানি না। আর সত্যি কথা বলতে আমার কোনও আগ্রহও নেই রোনাল্ডো ইস্যু নিয়ে। আমরা সবাই পেশাদার। সবাই ম্যাচ জিততে চাই। আশা করি ম্যাচে কোনও প্রভাব পড়বে।''


দোহা: দিন দু'য়েক আগেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বাতিল করা হয়েছে তাঁর চুক্তি। পর্তুগিজ মহাতারকার ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। এইসবের মাঝেই আজ নিজেদের বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। দলের কিংবদন্তি অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বিশ্বকাপে দলের ওপর কোনওরকম প্রভাব ফেলবে না বলেই মনে করছেন দলের কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। এমনকী তাঁর দাবি এই বিষয়ে পর্তুগাল দলের অন্দরে তেমন কোনওরকম আলোচনাও হয়নি।


স্যান্টোসের বক্তব্য


ম্যাচের আগে স্যান্টোস বলেন, 'ক্রিশ্চিয়ানোর সঙ্গে কী হচ্ছে না হচ্ছে, সেই বিষয়ে আমি চিন্তিত নই। এই বিষয়ে অনুশীলনে কোনওরকম কথা হয়নি। ও নিজেও এই নিয়ে কোনও কথা বলেনি। তবে হ্যাঁ, ওরা নিজেদের ঘরে কে, কী কথা বলছে সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই। সেই বিষয়ে আমি কিছুই বলতে পারব না।' স্যান্টোস রাশিয়া বিশ্বকাপের উদাহরণও টেনে আনেন। 'ওই সময় অনেক খেলোয়াড়ের জন্যই খুব চ্যালেঞ্জিং ছিল। অন্তত ছয় বা সাতজন খেলোয়াড় রাশিয়ায় যখন পৌঁছয়,  তখন কোনও ক্লাবের সঙ্গে তাদের চুক্তি ছিল না।'


রোনাল্ডোর পর্তুগিজ সতীর্থ তথা ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্ডেজও (Bruno Fernandes) দাবি করছেন গোট দলের নজর শুধু এবং শুধুমাত্র প্রথম ম্যাচে ভাল করার দিকে। ক্লাবের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক তিক্ত হলেও, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে রোনাল্ডোর সম্পর্কে কোনও তিক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ব্রুনো।