কলকাতা: আইএসএলে পরপর হেরেই চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। টানা তিন ম্যাচ হেরেছে লাল হলুদ শিবির। হারের হ্যাটট্রিকের পর কোচ কার্লেস কুয়াদ্রাতকে (Carles Cuadrat) গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। অনেকেই বলছেন, স্পেনীয় কোচকে সরিয়ে দেশি কাউকে দায়িত্ব দেওয়া হোক। ইস্টবেঙ্গলের সম্ভাব্য পরবর্তী কোচ হিসাবে কেউ কেউ ভাসিয়ে দিচ্ছেন তাঁর নাম।


সেই সঞ্জয় সেন (Sanjay Sen) অবশ্য বড় এক দায়িত্ব পেলেন। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নির্বাচিত হলেন সঞ্জয় সেন। পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর। শনিবার আইএফএ অফিসে কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। আগামী মঙ্গলবার কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নামও স্থির করা হবে বলে জানানো হয়েছে।           


আরও পড়ুন: ভারতের টি-২০ দলে ডাক পেলেন কেকেআরের তিন ক্রিকেটার, রয়েছে বিরাট চমকও


গত কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়েছে বাংলা ফুটবল দল। ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা দল গত মরশুমে মূলপর্বের যোগ্যতা অর্জনই করতে পারেনি। ২০১৬-১৭ সালে শেষ বার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার তাই ছবিটা বদলাতে তৎপর আইএফএ। সেই কারণেই সঞ্জয় সেনের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হল।            


চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ভাল ফল করার জন্য শনিবার নতুন হেড কোচ নিয়োগ করে দিল আইএফএ। আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল বাংলা সিনিয়র পুরুষ দলের দায়িত্ব। শনিবার আইএফএ-র কোচেস কমিটির বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।               


আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ সঞ্জয় সেন। পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর।            


আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।