দোহা: আগামী ফেব্রুয়ারিতে ৩১ বছর পূর্ণ করবেন। নিজেই জানিয়ে দিয়েছেন যে কাতারেই শেষবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামছেন। টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে এক সাক্ষাৎকারে নানা ইস্যু নিয়ে মুখ খুললেন ব্রাজিলের নেমার। পিএসজিতে তাঁর সতীর্থ লিওনেল মেসি (Lionel Messi) বিশ্বকাপে তাঁর প্রতিপক্ষ। ব্রাজিল-আর্জেন্তিনা দ্বৈরথ বিশ্ব ফুটবলের যে কোনও মঞ্চে বাড়তি উত্তাপ যোগ করে। নেমার বলছেন, তিনি মেসিকে জানিয়েছিলেন যে এবারের বিশ্বকাপের ফাইনালে মেসির বিরুদ্ধে খেলে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। হাসি-ঠাট্টার ছলে বললেও নিজের শেষ বিশ্বকাপে নিঃসন্দেহে জ্বলে উঠতে চাইবেন নেমার। 


কী বলছেন নেমার?


বিশ্বকাপের প্রাক্কালে এক সাক্ষাৎকারে নেমার বলেন, ''আমি অনুশীলনের সময় খুব মজা করি। পিএসজিতে ২ সেরা ফুটবলার এমবাপ্পে ও মেসির সঙ্গে খেলেছি। আমি ও মেসি প্রায়ই হাসিঠাট্টা করে থাকি। পিএসজির অনুশীলনের সময় আমি মেসিকে মজা করে বলেছিলাম যে এবার আমি চ্যাম্পিয়ন হব ও মেসির দলকে হারিয়েই আমরা খেতাব জিতব। এই কথা শুনে মেসি নিজেও খুব হেসেছিল।''


ছোট থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১৪ সালে নিজের দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে নেমার ছিলেন সাম্বা শিবিরের ওয়ান্ডার কিড। সেবার হয়নি। রাশিয়া বিশ্বকাপেও পারেননি। তাই এবার কাতারে বিশ্বজয়ের স্বপ্নপূরণ করতে মরিয়া নেমার। তিনি বলছেন, ''যেদিন থেকে আমি বুঝেছিলাম যে ফুটবল কী জিনিস। সেদিন থেকে বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন ছিল। এবার আরও একবার আমার কাছে সেই সুযোগ এসে গিয়েছে। প্রত্যেকেই আশাবাদী বিশ্বকাপ নিয়ে। সবাই এই ট্রফিটা জিততে চায়।''


দেশের জার্সিতে ১২০ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৭৪টি গোল করেছেন। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা পেলে। তাঁর ঝুলিতে রয়েছে ৭৭ গোল। অর্থাৎ আর মাত্র ৩টি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন নেমার। ৪টি গোল করলে তাঁকে টপকেও যাবেন। আর সেই লক্ষ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। 


প্রথম ম্যাচে খেলবেন না সাদিও মানে


কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বিশ্বের অনেক তারকা ফুটবলারকে। চোটের জন্য অনিশ্চিত মার্কো রুইস, পাওলো দিবালা, কন্তের মত ফুটবলাররা। সেই তালিকায় রয়েছেন সাদিও মানেও। বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার পায়ের চোটের জন্য খেলতে পারবেন না সেনেগালের প্রথম ম্য়াচে। তবে গোটা বিশ্বকাপে হয়ত নয়। গ্রুপ এ-তে থাকা সেনেগাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী সোমবার অভিযান শুরু করছে। সেই ম্যাচেই খেলতে পারবেন না মানে। 


আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল। সেই ম্যাচে সাদিও মানের ফেরার ব্য়াপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ২৯ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল