আভা: বিশ্বকাপ ২০২৬ (FIFA WC 2026 Qualifiers) তথা এএফসি এশিয়ান কাপ ২০২৭-র (AFC Asian Cup 2027) যুগ্ম যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে ব্যর্থ ভারতীয় দল (AFG vs IND)। একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল সুনীল ছেত্রীদের। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। এই ড্রয়ের সুবাদে অবশ্য গ্রুপ 'এ'-র তালিকায় দুইয়ে উঠে এল ভারত। তিন ম্যাচ খেলে কুয়েতের আগেই চার পয়েন্ট রয়েছে ভারতের দখলে।


ম্যাচ দুই দলের ক্ষেত্রেই জয়টা অত্যন্ত জরুরি ছিল। ভারত ম্যাচ জিততে পারলে দ্বিতীয় স্থানের দৌড়ে খানিকটা এগিয়ে যেত। আবার আফগানরা ম্যাচ জিতলে ভারত এবং কুয়েতের সমান তিন পয়েন্ট হয়ে যেত তাঁদের। দ্বিতীয় স্থানের লড়াইটা আরও জমে উঠত। ম্যাচের শুরু থেকেই লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছিল। ভারতীয় দল যেখানে পাসিং ফুটবলের ওপর আস্থা রেখেছিল, সেখানে আফগানদের হাতিয়ার ছিল গতি এবং শারীরিক শক্তি। জানুয়ারিতেই অভিষেক ঘটানো বিক্রম প্রতাপ আফগান রক্ষণকে বারংবার চাপে ফেলছিলেন। 


খানিকটা সময়ের পরেই ভারতীয় মিডফিল্ড ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। ছাংতের ঠিকানা লেখা পাস একদম ফাঁকা দাঁড়িয়ে থাকা মনবীরকে খুঁজে নেয়। কিন্তু ভারতীয় ফরোয়ার্ড নিজের শট বাইরে মারেন। প্রতিআক্রমণে আফগানিস্তানও ভারতীয় রক্ষণকে চাপে ফেলে। মোসাওয়ের আহদির বাঁ-পায়ের বাঁক খাওয়ানো এক শট বাঁচান ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত। মনবীর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুইবার গোলের বড় সুযোগ পান। ছাংতের কর্নার এবং নিখিল পূজারির লো ক্রস থেকে দুই বড় গোলের সুযোগ নষ্ট করেন মনবীর। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। 


প্রথমার্ধে মনবীরের পর দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্টের পালা ছিল বিক্রমের। দুই দুইবার আফগান রক্ষণকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। প্রথমবার অল্পের জন্য বল তেকাঠির বাইরে দিয়ে যায়। দ্বিতীয় ক্ষেত্রে তিনি শেষমেশ কাল দে শাকের কাছে আটকা পড়েন। আফগানরাও কিন্তু জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। ৬২ মিনিটে তারা বড় সুযোগ পেয়েছিল। রহমত আকবারির ক্রস ওমিদ পোপালজ়ের কাছে পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে রাহুল ভেকে ভারতের ত্রাতা হয়ে ওমিদকে বাধা দেন।


পরিবর্ত হিসাবে নামা লিস্ট কোলাসো ডান উইং ধরে উপরে ওঠে একের পর এক ক্রস বাড়ান। তবে আফগান রক্ষণ তা প্রতিহত করে। গোলের দরজা আর খোলেনি। গোলশূন্য শেষ হয় ম্যাচ। ২৬ মার্চ গুয়াহাটিতে ভারতীয় দল একই প্রতিপক্ষের বিরুদ্ধে আবার মাঠে নামবে।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: কেকেআরের মরশুমের প্রথম ম্যাচেই বিঘ্ন! বৃষ্টিতে পণ্ড হবে খেলা?