নয়াদিল্লি: আসন্ন ভিয়েতনাম সফরে মাত্র একটি ম্যাচই খেলবে ভারত (Indian Football Team)। ভিয়েতনাম ও লেবাননের বিরুদ্ধে ম্যাচের কথা থাকলেও, সরে দাঁড়িয়েছে লেবানন। তাই অগত্যা, কেবল ভিয়েতনামের বিরুদ্ধেই খেলতে হবে। মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হওয়ায় হতাশ ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কেজ (Manolo Marquez)। তবে এর ফলে এক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন ভারতীয় কোচ। তাঁর মতে একটি ম্যাচ কমে যাওয়ায় ভারতীয় দলের ফুটবলাররা অতিরিক্ত কয়েকদিন একসঙ্গে অনুশীলন করতে পারবেন। এর ফলও খারাপ হবে না। তবে ম্যাচ প্র্যাক্টিস আরও পেলে, দল আরও উপকৃত হত বলে মনে করেন মার্কেজ।

  


রবিবার কলকাতায় শুরু হয় ভারতীয় দলের ভিয়েতনাম সফরের প্রস্তুতি পর্ব। অনেক দিন পর ভারতীয় ফুটবলারদের অনুশীলনে দেখার পর মার্কেজের ধারণা হয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে যাওয়ায় তাঁর দলের ফুটবলাররা ফিটনেসের দিক থেকে এখন অনেক ভাল জায়গায় আছেন। 


রবিবার সকালে কলকাতায় প্রথম অনুশীলনের পর তিনি বলেন 'শারীরিকভাবে অবশ্যই আমরা প্রাক-মরশুম সময়ের তুলনায় এখন ভাল অবস্থায় আছি। এখনও কিছু খেলোয়াড় ভাল পারফর্ম করছে। কিন্তু তারা এখানে নেই। আমরা এখনও মরশুমের শুরুতে আছি। আমরা এই খেলোয়াড়দের ডেকেছি কারণ আমরা মনে করি তারা ভিয়েতনামের বিরুদ্ধে খেলার জন্য সেরা'।


ভারতীয় দল ভিয়েতনামের বিপক্ষে তাদের দেশে একমাত্র প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ১২ অক্টোবর। এই ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় যে ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ভিয়েতনামে, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য লেবানন সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের পর আপাতত এই পরিবর্তন করা হয়েছে।


ম্যাচটি ভিয়েতনামের নাম ডিন শহরের থিয়েন ট্রুং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের ৯ অক্টোবর ভিয়েতনামের এবং ১২ অক্টোবর লেবাননের বিরুদ্ধে খেলার কথা ছিল। কিন্তু নতুন পরিস্থিতিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের কাছে ভারত-ভিয়েতনাম ম্যাচটি ১২ অক্টোবর করার অনুরোধ করে ভারতীয় ফেডারেশন, যাতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন সম্মতিও দিয়েছে। 


তাঁদের প্রস্তুতির পরিকল্পনার কথা বলতে গিয়ে মার্কেজ বলেন, 'শুধুমাত্র একটি ম্যাচ খেলব আমরা, এটা যেমন খারাপ, তেমনই ভাল ব্যাপার হল প্রস্তুতির জন্য একটু বেশি সময় পেয়ে যাচ্ছি আমরা। যদি আমাদের ৯ তারিখে খেলতে হতো, তাহলে আমরা মাত্র দুই দিন অনুশীলন করতে পারতাম। অন্তত এখন আমাদের চার বা পাঁচটি সেশন থাকবে। আমি মনে করি, খেলোয়াড়রা আমাদের দর্শন ভালভাবে বুঝতে পারবে। দেখা যাক এই সময় যথেষ্ট কি না। তবে জাতীয় দলের ম্যাচের আগে কয়েকটি সেশন থাকা প্রয়োজন'।


রবিবার দলের প্রস্তুতির সূচনা নিয়ে মার্কেজ বলেন, 'আজ খেলোয়াড়দের মনোভাব ভাল ছিল। ওদের মধ্যে কয়েকজন মোহনবাগানইস্টবেঙ্গল দলের খেলোয়াড়। যারা গতকালই ম্যাচ খেলেছে। এমনকী, এফসি গোয়াও আগের দিন খেলেছিল। তাদের ইতিবাচক মনোভাব আমার পছন্দ হয়েছে'। ফিফা ক্রমতালিকায় ১১৬ নম্বরে থাকা প্রতিপক্ষ সম্পর্কে মার্কেজ বলেন, 'ভিয়েতনামও আমাদের মতো একই পরিস্থিতিতে রয়েছে। তাদের লিগেও চার-পাঁচটি ম্যাচ হয়েছে। তাই আমরা দুই পক্ষেরই একই অবস্থা'। 


ভারতীয় দলে কয়েকজন নতুন মুখ রয়েছে, যেমন ডিফেন্ডার আকাশ সাঙ্গওয়ান ও ২১ বছর বয়সি মিডফিল্ডার লালরিনলিয়ানা নামতে, যারা প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ফারুখ চৌধুরি তিন বছর পর ফের ভারতীয় দলে ফিরেছেন। ২০১৮ সালে আত্মপ্রকাশ করেন এই ফরোয়ার্ড। ভারতের হয়ে এর আগে ১৪টি ম্যাচও খেলেছেন তিনি। 


(সৌ: আইএসএল মিডিয়া)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আরও গোল করতে পারত দল! মহামেডানকে তিন গোলে হারিয়েও আফশোস মোলিনার