নয়াদিল্লি: মলদ্বীপের (India vs Maldives) বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি আসে যার কর্নার থেকে, সেই ব্র্যান্ডন ফার্নান্ডেজকে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় । তিনি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি যে খেলতে পারবেন না, তা জানিয়ে মার্কেজ বলেন, 'ব্র্যান্ডন মঙ্গলবারের ম্যাচে খেলতে পারবে না । ওর জায়গায় কাউকে ডাকা হবে । ব্রাইসনকেও রক্ষা করতে হবে । ও আজ গ্যালারিতে ছিল । দেখা যাক কাকে নিয়ে আসা যায় । দুর্ভাগ্যজনক যে, আইএসএলের শেষ ম্যাচে আমরা তিনজন খেলোয়াড়কে খুইয়েছি । সে দিন মনবীরেরও চোট হয়েছে । আজ আবার ব্র্যান্ডনেরও চোট হল । এগুলো চিন্তার বিষয় ।'


আগের দিন মার্কেজ বলেছিলেন, সুনীল ছেত্রী কিছুক্ষণের জন্য এই ম্যাচে খেলবেন । তবে এ দিন ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি । প্রথমার্ধে তাঁকে খুব একটা উজ্জ্বল না লাগলেও দ্বিতীয়ার্ধে চেনা মেজাজে পাওয়া যায় তাঁকে । সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ম্যাচে তাঁর গোল নিয়ে কোচ মন্তব্য করেন, 'সুনীলের জন্য আমি খুশি । সুনীল নিজে নিশ্চয়ই আরও বেশি খুশি আন্তর্জাতিক ফুটবলে ৯৫তম গোল করে । ও খুব একটা বেশি গোলের সুযোগ পায়নি । তবে গোলটার ক্ষেত্রে লিস্টনের ক্রসটা দারুন ছিল । সুনীল বলটা একটু ছুঁয়েছিল শুধু । ও কেন আইএসএলে ভারতীয়দের মধ্যে টপস্কোরার, তা এই গোলেই বুঝিয়ে দিয়েছে । ওকে নতুন করে আর কিছু প্রমাণ করতে হবে না নিশ্চয়ই ।' 


ভারতীয় দলের হয়ে প্রথম গোল করা লিস্টন কোলাসোও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'চার বছর ধরে অপেক্ষা করে আছি জাতীয় দলের হয়ে গোল করার জন্য । এত দিন ভারতের ম্যাচ খেলে ওঠার পর রাতে ঠিক মতো ঘুমোতে পারতাম না । এ বার মনে হয় পারব । এর পরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ খেলতে হবে । আমার ওপর যারা আস্থা রেখেছে আমার পরিবারের সদস্যরা থেকে শুরু করে দলের সবাই এবং সমর্থকেরা, তাদের অসংখ্য ধন্যবাদ । আজ অনেকেই এসেছিলেন খেলা দেখতে । আমি চাই, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আমাদের সমর্থন জোগাতে আরও সমর্থক আসুন ।' (সৌ: আইএসএল মিডিয়া)