কলকাতা: ইস্টবেঙ্গল এফসির প্লে-অফে যোগ্যতা অর্জনের সম্ভাবনা নিয়ে আশাবাদী তাদের ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভা। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদের আসন্ন অ্যাওয়ে ম্যাচের দিকে আপাতত ফোকাস করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখে সর্বাধিক পয়েন্ট অর্জন এবং তাদের প্লে-অফ আশা জোরদার করার পরিকল্পনা করছেন।
"আমার মনে হয়, এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে বেশি ভাবতে হবে। প্লে-অফে যোগ্যতা অর্জন করা এখন কঠিন, কারণ, আমরা অনেক পয়েন্ট পিছিয়ে আছি। আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে দিতে হবে," indiansuperleague.com-কে বলেন ক্লেটন।
শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় অর্জন করে ইস্টবেঙ্গল এফসি, যা টানা তিন ম্যাচে তাদের জয়ের খরা কাটায়। লাল-হলুদ ব্রিগেড শুরু থেকেই দাপুটে ফুটবল খেল। রিচার্ড সেলিস, পি ভি বিষ্ণু, ক্লেটন সিলভা এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকসের মাধ্যমে একাধিক গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের ২০তম মিনিটে গোলের খাতা খোলে তারা, যেখানে বিষ্ণু একটি অসাধারণ গোল করেন, ২০২৪-২৫ মরশুমে তাঁর পঞ্চম গোল-অবদান। হিজাজি মাহের একটি দুর্দান্ত হেডারের মাধ্যমে কর্নার কিক থেকে ইস্টবেঙ্গল এফসির ব্যবধান দ্বিগুণ করেন। তবে দানিশ ফারুখ একটি গোল শোধ করতে সক্ষম হন।
এই জয়ের মাধ্যমে ইস্ট বেঙ্গল এফসি লিগ টেবিলের ১১ নম্বরে থাকলেও তারা তালিকার মাঝখানে থাকা দলগুলোর সঙ্গে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলেছে, যা তাদের সেরা ছয়ে জায়গা পাওয়ার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। এই প্রসঙ্গে ক্লেটন সিলভা বলেন, "পরবর্তী ম্যাচে মুম্বইতে পয়েন্ট সংগ্রহের একটি বড় সুযোগ রয়েছে, এবং তার পর এখানে (কলকাতায়) চেন্নাইন এফসির বিরুদ্ধে একটি ম্যাচ আছে। দেখা যাক। আমরা স্বপ্ন দেখে যাচ্ছি। গত দুই মরশুমে আমরা প্রায় সেরা ছয়ে পৌঁছে গিয়েছিলাম। দেখা যাক এ বার আমরা সেখানে পৌঁছাতে পারি কিনা"।
সম্প্রতি জানুয়ারির দলবদলের সময় তাদের দলে যোগ দিয়েছেন রিচার্ড সেলিস এবং উইং থেকে তাঁর কার্যকরী পারফরম্যান্সের মাধ্যমে যথেষ্ট প্রভাবও ফেলেছেন। ভেনেজুয়েলান ফরোয়ার্ড এখন পর্যন্ত তাঁর দক্ষতা, চমৎকার পায়ের কাজ, লিঙ্ক-আপ খেলা এবং বল-সহ ও বল-ছাড়া দুই ক্ষেত্রেই কার্যকারিতার জন্য প্রশংসা পেয়েছেন। এফসি গোয়ার বিপক্ষে গোল করার সুযোগ হাতছাড়া করার পর, তিনি কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তবে তাঁর শট পোস্টে লাগায় তা সম্ভব হয়নি। সেলিসের অন্তর্ভুক্তি নিয়ে ক্লেটন বলেন, "ও খুব ভাল খেলছে। ও আসার পর থেকেই দলকে যথেষ্ট সাহায্য করে চলেছে, বিশেষ করে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচে খুবই কার্যকরী ফুটবল খেলেছে রিচার্ড। আমি মনে করি, বাকি ম্যাচগুলোতেও ও আমাদের সাহায্য করবে।'' তথ্য সংগ্রহ: আইএসএল