গুয়াহাটি: গত দুই ম্যাচে আট গোল করে ও মুম্বই সিটি এফসি-কে তিন গোলে হারানোর পর নর্থইস্ট ইউনাইটেড এফসি শিবিরে বর্ষবরণের পার্টি কেমন হয়েছে, তা আন্দাজ করে নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এ বার নতুন বছরের প্রথম ম্যাচেই তাদের সামনে মহমেডান এসসি, যাদের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলা যায় ঠিকই, কিন্তু তাদের বিরুদ্ধে মাঠে নেমে সতর্ক না থাকলে মুখ থুবরে পড়ার সম্ভাবনা প্রবল।
যেমন হয়েছে ওডিশা এফসি-র ক্ষেত্রে। বেঙ্গালুরুকে যারা চার গোল দিয়েছে, হায়দরাবাদকে যারা ছ’গোল খাইয়েছে, সেই ওডিশা এফসি কি না মহমেডানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরে গেল! এই ফল কলিঙ্গবাহিনীর কাছে হতাশাজনক হতে পারে। কিন্তু মহমেডানের কাছে ইতিবাচকই বলা চলে।
সে দিন দিয়েগো মরিসিওরা শুধু যে গোল করতে পারেননি, তা-ই নয়, সারা ম্যাচে একটি শটও গোলে রাখতে পারেননি। বরং মহমেডানের দুই বিদেশীর একটি শট ও একটি হেড বারে না লাগলে হয়তো সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডই তিন পয়েন্ট অর্জন করতে পারত।
সে দিন মহমেডানের পারফরম্যান্স দেখার পর নর্থইস্ট ইউনাইটেড এফসি নিশ্চয়ই শুক্রবার তাদের ঘরের মাঠে যথেষ্ট সতর্ক হয়েই খেলবে। গত তিন মাসে একটিও ম্যাচ জিততে না পারা মহমেডান লিগে একমাত্র জয়টি পেয়েছিল সেপ্টম্বরে, চেন্নাইয়ে। নভেম্বরে ন’জনে খেলা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। তার পরে এই ওডিশার বিরুদ্ধে ড্র তাদের ফের এক পয়েন্ট এনে দেয়।
গোল করতে পারছে না তারা। গোলের সামনে গেলেই দিশাহারা হয়ে যাচ্ছেন মহমেডান ফুটবলাররা। শেষ দশ ম্যাচে মাত্র তিন গোল করেছে তারা, সব মিলিয়ে মাত্র পাঁচ গোল। এই অবস্থায় দলকে জেতাতে না পারলেও অন্তত যাতে প্রতিপক্ষকে আটকে রাখা যায়, সে দিকেই মন দিতে চাইছে তারা। যাতে খালি হাতে ফিরতে না হয় তাদের। শুক্রবার আলাদিন আজারেইদের আটকে রাখার খেলাতেই বোধহয় বেশি মন দেবে সাদা-কালো বাহিনী।
এ পর্যন্ত ১৩ ম্যাচে ২২টি গোল খেয়েছে মহমেডান। সবচেয়ে বেশি গোল খাওয়া দলের তালিকায় তারা চার নম্বরে। চলতি লিগে সবচেয়ে বেশি (১৩ ম্যাচে ২৯) গোল দেওয়া নর্থইস্টকে আটকানো মহমেডানের পক্ষে মোটেই সোজা হবে না। ওডিশাকে আটকানোও সোজা ছিল না। কিন্তু সেই কঠিন কাজটা যখন করতে পেরেছে তারা, এই ম্যাচেও প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা নিশ্চয়ই করবে মহমেডান। তথ্য সংগ্রহ: আইএসএল