কলকাতা: নতুন বছরে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ কতটা জমবে, তা নিয়ে অনেকে চিন্তায় থাকতে পারেন। কারণ, লড়াইটা পয়েন্ট টেবলে এক নম্বর দলের সঙ্গে ১২ নম্বরের। কিন্তু গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হায়দরাবাদ এফসি যে পারফরম্যান্স দেখিয়েছে, যে ভাবে তারা শেষ মিনিটে গোল দিয়ে ১-১ ড্র করে, তাতে এক মুহূর্তের জন্যও তাদের ১২ নম্বর দল মনে হয়নি। তার আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। বিরতিতে ২-১-এ এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচ গোল খেয়ে ম্যাচ হারে।
চলতি লিগে সবচেয়ে বেশি গোল খেয়েছে যে দলগুলি, ১৩ ম্যাচে ২৬ গোল খেয়ে তাদের তালিকায় সবার ওপরে হায়দরাবাদই। অন্যদিকে, সবচেয়ে কম গোল খেয়েছে যারা, তাদের তালিকায় এক নম্বরে মোহনবাগান। গোল দেওয়ার দিক দিয়ে যদি হিসেব করেন, তা হলে দেখবেন, সর্বোচ্চ গোলদাতা দলগুলির তালিকায় কলকাতার দল (২৬) তিন নম্বরে। এই তালিকায় হায়দরাবাদ (১০) শেষ থেকে দু’নম্বরে।
বোঝাই যাচ্ছে দুই দল দুই মেরুতে। চলতি মরশুমের প্রথম লিগে মনবীর সিং ও শুভাশিস বোসের গোলে জিতেছিল মোহনবাগান। তার চার দিন আগেই কলকাতায় মহমেডান এসসি-র বিরুদ্ধে চার গোলে জয় পাওয়া হায়দরাবাদ সে দিন কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও মোহনবাগান আক্রমণকে রোখার মতো রক্ষণ তাদের ছিল না। সেই জন্যই হয়তো অনেকে ভাবছেন, এই ম্যাচে মোহনবাগান এগিয়ে। কিন্তু আইএসএলে কখন যে কী অঘটন ঘটে তা কেউ আগে থেকে কেউ বলতে পারে কি? বোধহয় না।
আট ম্যাচে অপরাজিত থাকার পর এফসি গোয়ার কাছে হেরে যায় মোহনবাগান। সেই হারের ধাক্কা অবশ্য পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গত ম্যাচেই কাটিয়ে ওঠে তারা। নতুন বছরে দ্বিতীয় ম্যাচেই তাদের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। তার আগে এই হায়দরাবাদ-ম্যাচই সবুজ-মেরুন বাহিনীর কাছে ড্রেস রিহার্সালের মতো।
মোহনবাগান ডিফেন্ডাররা নিজেদের গোলের সামনে যতটা দুর্ভেদ্য, হায়দরাবাদের ডিফেন্ডাররা কিন্তু উল্টো মেরুতে। গত ছয় ম্যাচে ১৬ গোল খেয়েছে হায়দরাবাদ এফসি। নর্থইস্ট তাদের পাঁচ গোল দেওয়া ছাড়াও ওডিশা এফসি তাদের ছ’গোলে হারায়। চলতি লিগে ১৩ টি ম্যাচে যত গোল খেয়েছে হায়দরাবাদ (২৬), মোহনবাগান তত গোল দিয়েছে (২৬)। কারণ, তাদের রক্ষণের হাল খারাপ। রক্ষণকে সঙ্ঘবদ্ধ করতে না পারলে জয়ে ফেরা কঠিন হায়দরাবাদের পক্ষে। তবে ইস্টবেঙ্গলের মতো আত্মবিশ্বাসী ও ফর্মে থাকা দলের বিরুদ্ধে যে রকম লড়াই করে ড্র করেছে তারা, তা তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। এই ম্যাচে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারে কি না হায়দরাবাদ, সেটাই দেখার। তথ্য: আইএসএল