মায়ামি: কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাঁকে ছা়ড়াই যদিও কলম্বিয়ার কাঁটা উপড়ে ফেলে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা (Copa America) জিততে সমস্যা হয়নি আর্জেন্তিনার।                


তবু ভক্তরা উৎকণ্ঠায় ছিলেন। কবে ফের মাঠে দেখা যাবে আধুনিক ফুটবলের সেরা দূতকে? মেসির পায়ের জাদু কবে ফের মন্ত্রমুগ্ধ করবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের?                


এবার এ নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনেজ ওরফে তাতা মার্তিনেজ। যিনি জানিয়েছেন, মরশুমের শেষ দিকে মাঠে ফিরবেন লিও।              


৩৭ বছরের মেসি গত ১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পান এল এম টেন। ফোলা গোড়ালি নিয়ে কোনও রকমে মাঠ ছাড়েন। হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছিল আর্জেন্তিনার অধিনায়ককে।  


ক্লাব ফুটবলে মেসি খেলেন ইন্টার মায়ামির হয়ে।  যে দলের কোত তাতা মার্তিনেজ। তিনি জানিয়েছেন, মেসি কবে মাঠে নামবেন তিনি জানেন না। তবে তিনি জানিয়েছেন, ক্লাবের চলতি মরশুমে বাকি ৯ ম্যাচের মধ্যে দু-একটি মেসি খেলবেন বলেই মনে হচ্ছে তাঁর।          


 








মার্তিনেজ বলেছেন, 'আমি কোনও তারিখ বা সংখ্যা বলতে পারব না। যে এই দিন ও ট্রেনিংয়ে নামবে। তবে ওর মাঠে নামা বেশিদিন দূরে নয়। ওর চোট শারীরিক দিক থেকে ছিল। তবে চোটের একটা দিক মনকেও কাবু করে ফেলে। আমাদের দুটোর সঙ্গেই লড়াই করে জিততে হয়। আমার বিশ্বাস ও সেই পর্বের মধ্যে দিয়েই যাচ্ছি।'                  


আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা