হায়দরাবাদ: ভারতীয় ফুটবল দলের নতুন আমলের সূচনা হচ্ছে মঙ্গলবার। হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পরীক্ষায় নামছেন মানোলো মার্কেজ (Manolo Márquez)। ইন্টারকন্টিনেন্টাল কাপে খেতাব রক্ষার লড়াই গতবারের চ্যাম্পিয়ন ভারতের। হায়দরাবাদে মঙ্গলবার ভারতের সামনে মরিশাস (India vs Mauritius)।


এই অতি অল্প সময়ের প্রস্তুতিতে ভারতীয় দলকে কতটা সঙ্ঘবদ্ধ করতে পারবেন মার্কেজ, কতটা গুছিয়ে নিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মার্কেজের আশা, এই দলের ফুটবলাররা যেহেতু অভিজ্ঞ ও প্রতিভাবান তাই ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দল খারাপ খেলবে না। 


ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতের নতুন কোচ বলেছেন, 'প্রথম ম্যাচের আগে আমরা দুটোর বেশি ট্রেনিং সেশন পাব না ঠিকই। কিন্তু যখন দলে নতুন কোচ ও নতুন সাপোর্ট স্টাফ আসে, দলের মধ্যে ভাল কিছু করে দেখানোর একটা প্রবণতা থাকে। খেলোয়াড়দের মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে দিক থেকে আমাদের ফুটবলাররা দারুণ জায়গায় রয়েছে।'  


হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়াম বহুদিন ধরেই ছিল মানোলো মার্কেজের ঘরের মাঠ। হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠ এটা। যে দলের কোচ ছিলেন মার্কেজ। চেনা মাঠেই ভারতীয় কোচ হিসেবে আর এক অভিযান শুরু করছেন স্প্যানিশ কোচ। নিজামের শহরেই হচ্ছে এ বারের ইন্টারকন্টিনেন্টাল কাপ।


চেনা মাঠ নিয়ে খুশি মার্কেজ বলেছেন, 'হায়দরাবাদে আমার কোচিংয়ে ভারতের প্রথম ম্যাচ আমার কাছে স্পেশ্যাল। মনে হচ্ছে নতুন কোনও স্টেডিয়ামে চলে এসেছি। এখানকার সুযোগ সুবিধাও একেবারে নতুন মনে হচ্ছে।'


ভারতীয় দলে নেই সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যিনি গত জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়ে ক্লাব ফুটবলে মনোনিবেশ করেছেন। সুনীলহীন ভারতীয় দল কেমন খেলে, দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 


চলতি বছরের জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে ব্যর্থতার পর জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচে কুয়েত ও কাতারের কাছে হেরে ছিটকে যায় ভারতীয় দল। তার পরেই জাতীয় দলের দায়িত্ব থেকে ছেঁটে ফেলা হয় ইগর স্তিমাচকে। দায়িত্ব পেয়েছেন এফসি গোয়ার কোচ মার্কেজ। একই সঙ্গে দেশ ও ক্লাবের কোচের কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে। আপাতত তাঁর লক্ষ্য ২০২৭-এর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন। সেই পথেই প্রথম ধাপ এই ইন্টারকন্টিনেন্টাল কাপ, যেখানে মরিশাস ছাড়াও খেলছে শক্তিশালী সিরিয়া।   


মার্কেজ বলেছেন, 'সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমরা যে ম্যাচগুলো খেলব, তা মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে প্রস্তুতির জন্য। ওটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফিফা উইন্ডো এমন সময়ে পড়েছে, যখন সবাই প্রস্তুতি পর্বে রয়েছে। সব খেলোয়াড়ের শারীরিক অবস্থাও জানা নেই। পরের ফিফা উইন্ডোতে এ রকম অবস্থা হবে না। কারণ, তখন আইএসএল চলবে। তবে এটা কোনও অজুহাত নয়। কালকের ম্যাচের জন্য আমরা তৈরি।' 


গত বছর ত্রিদেশীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রায় বছর খানেক পর ভারতীয় দলে ফিরে এসেছেন আশিস রাই ও রোশন সিং নাওরেমও। কিয়ান নাসিরি, লালথাঙ্গা খলহৃঙ (পুইতিয়া) ও ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসসুখন গিল-দের নতুন মুখও এই দলে রয়েছেন। এই ভারতীয় দলের সবচেয়ে উজ্জ্বল তারকা লালিয়ানজুয়ালা ছাংতে, যিনি ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এ ছাড়াও মনবীর সিংহ, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি-রা আক্রমণে তাঁকে সঙ্গ দিতে পারেন। মাঝমাঠ সামলানোর জন্য মহেশ সিং নাওরেম, জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সহাল আব্দুল সামাদদের পাবেন মার্কেজ। রক্ষণে যেমন রাহুল ভেকে, চিঙলেনসানার মতো অভিজ্ঞরা রয়েছেন, তেমনই জয় গুপ্তা, আশিস রাই, নিখুল পূজারীদের মতো তরুণ তারকারাও আছেন। কোন এগারোজনকে শেষ পর্যন্ত বাছেন মার্কেজ সেটাই দেখার। (তথ্যসূত্র: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা