নয়াদিল্লি: জানুয়ারি ২০২৫-এর জন্য ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) (ISL 2024-25) উদীয়মান খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাইসন ফার্নান্ডেজকে। গত মাসে দুর্দান্ত ফর্মে থাকা এফসি গোয়ার এই উইঙ্গার তিনটি জয় ও দুটি ড্রয়ে দলকে সাহায্য করে এই স্বীকৃতি অর্জন করেছেন।


২৩ বছর বয়সি এই ফুটবলার জানুয়ারিতে এফসি গোয়ার পাঁচটি ম্যাচেই খেলেছেন, যেখানে তিনি তিনটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন। কোচ মানোলো মার্কেজের দল সারা মাসই অপরাজিত থাকে।


ওডিশা এফসির বিরুদ্ধে এফসি গোয়ার ৪-২ জয়ের ম্যাচে তিনি দু’বার জালে বল জড়ান, যা ছিল লিগে তার টানা দ্বিতীয় জোড়া গোল। আইএসএল ইতিহাসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েন তিনি। এর পর নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-১ ড্র হওয়া ম্যাচে মহম্মদ ইয়াসিরের গোলে অ্যাসিস্ট করেন এবং ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে জয়সূচক গোল করেন, যার ফলে গোয়া দল তাদের বিরুদ্ধে লিগে ডাবল জয় নিশ্চিত করে।


এ মরশুমে কোচ মার্কেজের অধীনে ফার্নান্ডেজের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। গোল করার পাশাপাশি তিনি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জানুয়ারি মাসে তিনি মোট ৯টি শট নিয়েছেন, যার মধ্যে ৪টি ছিল গোলের লক্ষ্যে এবং প্রতিপক্ষের বক্সে ২৭ বার বল স্পর্শ করেছেন।


দুর্দান্ত পারফরম্যান্সের ফলে তিনি কেরালা ব্লাস্টার্স এফসির কোরো সিং ও জামশেদপুর এফসির মহম্মদ সননকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন। ১৫ জন বিশেষজ্ঞ ভোটারের মধ্যে ৭ জন তাঁকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। ২ জন করে ভোটার তাঁকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন। এ মরশুমে এফসি গোয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ফার্নান্ডেজ।


আইএসএলে মেসি


আইএসএলের সেরা ছয়ে ওঠার যেটুকু সম্ভাবনা তাদের আছে, তা বাস্তবায়িত করা এবং সুপার কাপ ও এএফসি চ্যালেঞ্জ লিগে ভাল ফল করার উদ্দেশে ক্যামেরুন জাতীয় দলের ফরওয়ার্ড রাফায়েল মেসি বৌলিকে (Raphaël Messi Bouli) নিয়ে আসছে ইস্টবেঙ্গল। চলতি মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করল লাল-হলুদ ব্রিগেড। চিনের লিগ ওয়ানের ক্লাব শিজিয়াঝুয়াং গংফু থেকে ফ্রি ট্রান্সফারে কলকাতার দলে যোগ দিচ্ছেন তিনি।


পাঁচ মরশুম পর ভারতীয় ফুটবলে ফিরছেন অভিজ্ঞ ফরওয়ার্ড মেসি বৌলি। এর আগে তিনি ২০১৯-২০ আইএসএল মরশুমে কেরল ব্লাস্টার্স এফসি-র জার্সি গায়ে ৮টি গোল করেছিলেন। আইএসএলে তাঁর উল্লেখযোগ্য পারফরম্যান্সের পাশাপাশি তিনি ক্যামেরুনের এফএপি ইয়াউন্ডে, ক্যানন ইয়াউন্ডে, এপেজেস-এর হয়েও খেলেছেন। পারসিয়ান গালফ্ প্রো লিগে ফুলাদ এফসি ও চিনের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ১৭৩টি ক্লাব ম্যাচে ৬৯টি গোল করেছেন মেসি বৌলি।


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: অবসর ঘোষণা করলেন রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক ট্রফিজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান