নয়াদিল্লি: ২১ শতকের সর্বসেরা লেফট ব্যাকের প্রসঙ্গ উঠলে, তাঁর নাম একেবারে শীর্ষ সারিতে থাকবে। রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে এক দশকেরও বেশি সময় ধরে কতই না স্মরণীয় জয়ের অঙ্গ ছিলেন তিনি। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়েও ৫০-র অধিক ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এবার সেই তারকা ফুটবলার মার্সেলোই বুট ডোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি নিজের অবসর ঘোষণা করলেন ৩৬ বছর বয়সি মার্সেলো (Marcelo Vieira)।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মার্সেলো অবসরের কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'ফুটবলার হিসাবে আমার সফর এখানেই শেষ হয়েছে, তবে আমার ফুটবলকে দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।'
তাঁর অবসরে শুভেচ্ছা জানিয়ে রিয়াল মাদ্রিদ লেখে, 'মার্সেলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের অঙ্গ এবং আমাদের ক্লাবের ও বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের মধ্যে অন্যতম।' ফ্লুমিনেসে থেকে তরুণ প্রতিভা হিসাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন টিন এজার মার্সেলো। ২০০৭ থেকে ২০২২, ১৫ বছর লস ব্লাঙ্কোসের হয়ে মাঠে নামেন তিনি। স্পেনের রাজধানীর ক্লাব ছাড়ার পর অল্প কয়েকদিন তিনি অলিম্পিয়াকসের হয়ে খেলেছিলেন। তবে পুনরায় ব্রাজিলে ফ্লুমিনেসেতেই ফিরে যান মার্সেলো। সেখানে কোপা লিবার্তোডোরেসও (লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ) জেতেন তিনি।
ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৫৮টি ম্যাচ খেলেছেন এই লেফট ব্যাক। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বও করেন। ২০০৮ ও ২০১২ সালে যথাক্রমে দেশের হয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং রুপোও জেতেন তিনি। তবে এবার আর না। এবার অবসর ঘোষণা করলেন তিনি।
নেমারের প্রত্যাবর্তন
সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানে বেশিদিন থাকা হল না ব্রাজিলীয় ফুটবল সুপারস্টারের। সৌদি প্রো লিগে খেলছিলেন। কিন্তু সাত ম্য়াচ খেলে মাত্র এক গোল করেছেন নেমার। চোট বারবার তাঁর কেরিয়ারে আঘাত হেনেছে। আল জাইমের বিরুদ্ধে গোলটি করেছিলেন তিনি। কিন্তু এবার আল হিলালে নয়, নিজের প্রথম ক্লাব স্যান্তোসেই ফিরলেন 'ওয়ান্ডার কিড'।
আরও পড়ুন: 'লোকজনের মেসি, পেলেকে পছন্দ হতেই পারে, তবে...', তিনি সবথেকে 'কমপ্লিট' ফুটবলার, দাবি রোনাল্ডোর