কলকাতা: চেন্নাইয়িন এফসি-র হয়ে পাঁচ বছর খেলেছেন। এবার ওড়িশা এফসি-তে (Odisha FC) যোগ দিয়েছেন বাংলার ফরওয়ার্ড রহিম আলি (Rahim Ali)। যাঁকে ভবিষ্যতের তারকা বলে অনেকে মনে করছেন। তিনি নিজেও মনে করেন, দৃঢ় প্রত্যয় ও কঠোর শৃঙ্খলা তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছে দিতে পারে। কিন্তু ক্লাব ফুটবলে তাঁর প্রবলতম ইচ্ছা, কলকাতার ক্লাবের জার্সি গায়ে খেলা।

  


এই মরশুমের আগেই ওড়িশা এফসি-তে যোগ দেন ব্যারাকপুরের রহিম। গত পাঁচটি আইএসএলে ৭২টি ম্যাচ খেলে দশটি গোল করেছেন তিনি, সহায়তা করেছেন পাঁচটি গোলে। গড়ে প্রতি ম্যাচে প্রায় ৫৬ মিনিট করে মাঠে থাকার সুযোগ পেয়েছেন তিনি। এই সুযোগের যতটা পেরেছেন কাজে লাগিয়েছেন ২৪ বছর বয়সী ফরওয়ার্ড। 


এবার আইএসএলের অন্যতম সেরা কোচ সের্খিও লোবেরার প্রশিক্ষণে খেলবেন রহিম। নিজেকে আরও উন্নত করে তোলার সুযোগ পাবেন। তাই এই মরশুমকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন রহিম আলি। আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রহিম বলেছেন, 'আমি বিশ্বাস করি আসন্ন মরশুম আমার কেরিয়ারের অন্যতম সেরা মরশুম হতে পারে। যদি আমি শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখতে পারি এবং সবসময় বিনয়ী থাকি, তা হলে তা সম্ভব। সেরাটা দেওয়ার জন্য আমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে। সে জন্য আমি প্রস্তুত।'


যখন চেন্নাইয়িন এফসি-তে খেলতেন, তখন কোচের খুব প্রিয় পাত্র ছিলেন রহিম। এমনকী, ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্তিমাচও তাঁর প্রশংসা করেছিলেন। এবার লোবেরার দলে যোগ দিতে পেরে খুশি রহিম। বলেন, 'সের্খিও লোবেরার খেলার স্টাইল আমি খুবই পছন্দ করি। তাই, ওড়িশা এফসি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। তাঁর খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে আমার সময় লাগছে ঠিকই, কিন্তু আমি কঠোর পরিশ্রম করছি। আমাদের দলে খুবই ভাল খেলোয়াড় আছে। তাদের কাছ থেকেও অনেক কিছু শিখছি।'


এ মরশুমে ওড়িশা এফসি-র আক্রমণ বিভাগে রয়েছেন রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিও, আইজ্যাক ভানলালরুয়াতফেলা ও জেরি মাওমিংথাঙ্গা। এ ছাড়াও হুগো বুমৌস, আহমেদ জাহুদের মতো অ্যাটাকিং মিডফিল্ডারও রয়েছেন তাঁদের দলে। লোবেরা ছাড়াও এঁদের সঙ্গও রহিমকে অনেকটাই উন্নত করে তুলতে সাহায্য করবে।  


তবে দলে এত ভাল ভাল খেলোয়াড় থাকায় তাঁকে দলের মধ্যে কঠিন প্রতিযোগিতার মধ্যেও পড়তে হবে। এই প্রসঙ্গে রহিম বলেন, 'হ্যাঁ, প্রতিযোগিতা সর্বত্রই আছে। কিন্তু আমাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আমি জানি, কোচের প্রথম এগারোয় জায়গা পাওয়া সহজ হব না। তবে আশা করি, আমার সুযোগ আসবে। আমি স্ট্রাইকার হিসেবে খেলতেই বেশি পছন্দ করি ঠিকই। কিন্তু দলের প্রয়োজনে কোচ আমাকে উইঙ্গার হিসেবে খেলালেও আমার তাতে কোনও আপত্তি নেই। আমি যে কোনও পজিশনে খেলতেই রাজি।'


২০২১-এ প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে নামা রহিম জাতীয় দলেও যে কোনও পজিশনে খেলার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, 'ক্লাবের স্ট্রাইকার হিসেবে খেলতে খেলতে যদি ভারতীয় দলের হয়ে মাঠে নেমে হঠাৎ উইঙ্গার হিসেবে খেলতে বলা হয় আমাকে, তা হলে দ্রুত ভূমিকা বদলাতে একটু অসুবিধা হয় ঠিকই। কিন্তু আমি সেই সমস্যা কাটিয়ে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করি। পেশাদার ফুটবলে এটা সবাইকেই করতেই হয়। তবে এটাও ঠিক, যে ফুটবলাররা ক্লাব ও জাতীয় দলে একই পজিশনে খেলে, তারা কিন্তু দ্রুত উন্নতি করে। তবে আধুনিক ফুটবলে সব রকম পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হয়। আমিও তৈরি থাকি।' 


বাংলার অন্যতম উজ্জ্বল ফুটবল প্রতিভা তিনি। অথচ এখন পর্যন্ত কলকাতার কোনও ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ আসেনি তাঁর সামনে। ইন্ডিয়ান অ্যারোজ থেকে ২০১৯-এ তিনি চেন্নাইন এফসি-তে যোগ দেন। তার পরে এ বারই ওড়িশার হয়ে খেলছেন। 


অনেক বছর রাজ্যের বাইরে থাকার পর এ বার তিনি কলকাতার ক্লাবে খেলতে চান। বলেন, 'একজন বাঙালি খেলোয়াড় হিসেবে এ মরশুমে কলকাতার তিন ক্লাবের বিরুদ্ধে খেলা আমার কাছে বড় চ্যালেঞ্জ। মাঠে পা রাখলেই আমি সর্বদা আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। কারণ, একজন বাঙালি ফুটবলার হিসেবে নিজের রাজ্যের দলগুলোর বিরুদ্ধে খেলাটা অত্যন্ত রোমাঞ্চকর এবং (বাংলার ফুটবলমহলে) নিজেকে প্রমাণ করারও ব্যাপার থাকে। আমি খুব তাড়াতাড়িই কলকাতায় ফিরতে চাই। কলকাতার কোনও ক্লাবের হয়ে আইএসএলে খেলতে চাই।' (সৌজন্য - ISL মিডিয়া)


আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা