কলকাতা: নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫-এ শুরু হয়ে গিয়েছে লিগের দ্বিতীয় পর্যায়। নতুন বছর অনেক দলের জন্যই যেমন নতুন আশা বয়ে নিয়ে আসবে, আবার আশায় থাকা অনেক দলকে হতাশও করে তুলতে পারে। কোন দল কোন তালিকায় থাকবে, তা তাদের নিজেরই হাতে। এতদিন ধরে ব্যর্থ হয়ে আসা দলগুলি ঘুরে দাঁড়াতে পারলে ২০২৫ তাদের জন্য খুশির খবর বয়ে আনতে পারে। কলকাতার ইস্টবেঙ্গল এফসি সেই চেষ্টাই করছে।
শুরুর বিপর্যয় কাটিয়ে লাল-হলুদ বাহিনী বছরের শেষে ক্রমশ আশার আলো দেখতে শুরু করে। শুরুতে টানা সাতটি ম্যাচে জয়হীন থাকার পর ছ’টি ম্যাচের মধ্যে চারটিতেই জেতে তারা। এর মধ্যে চারটি ম্যাচে নিজেদের গোল অক্ষতও রাখে তারা। ফলে এ বারর লিগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন চোখে নিয়ে নতুন বছর শুরু করে তারা।
২০২৪-ই সেই বছর, যে বছরে তিন দফায় টানা দু’ম্যাচ জয়ের স্বাদ পায় ঐতিহ্যপূর্ণ ক্লাব। প্রথমবার গত মরশুমে, এপ্রিলে, যখন ব্লাস্টার্স ও বেঙ্গালুরুকে পরপর দুই ম্যাচে হারায় তারা এবং সম্প্রতি ২৯ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে দুই দফায় ফের টানা দু’টি করে ম্যাচ জয়ের কথা কোনও সমর্থকেরই ভোলার কথা নয়। ফলে আশার আলো দেখাই স্বাভাবিক।
এ মরশুমের শুরুটাও তারা করেছিল অনেক আশা নিয়ে। ঢেলে সাজানো দলে গতবারের গোল্ডেন বুটজয়ী দিমিত্রিয়স দিয়ামান্তাকস এবং মাদি তালালের মতো বিদেশি তারকা এবং আনোয়ার আলি ও জিকসন সিং-এর মতো ভারতীয় প্রতিভাদের অন্তর্ভুক্তি সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছিল। কিন্তু মরশুমের শুরুটা ভাল না হওয়ার ফলে মাঝখানেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ক্লাব এবং যাঁকে কুয়াদ্রাতের পরিবর্তে আনা হয়, সেই অস্কার ব্রুজোনের নিয়োগ তাৎক্ষণিক প্রভাব ফেলে।
অস্কারের নেতৃত্বে দলটি এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়। রক্ষণাত্মক দৃঢ়তা ও আক্রমণাত্মক সৃজনশীলতার সমন্বয়ে এএফসি লিগের নকআউট পর্যায়ে পৌঁছায় তারা। এই ছন্দ ও গতি লিগেও বজায় ছিল এবং আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ক্রমশ ফর্মে ফেরে। বছরের শেষ ছ’টি লিগ ম্যাচের মধ্যে চারটিতে জয় তুলে নিয়ে তারা নতুন লড়াইয়ের ইঙ্গিত দেয় এবং দলের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে।
তবে ঘুরে দাঁড়ানো সত্ত্বেও বছরের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হেরেছে তারা এবং লাল-হলুদ ব্রিগেড এখনও টেবিলের ১১ নম্বরেই রয়েছে। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট, এবং প্লে-অফ স্পট থেকে তারা আট পয়েন্ট পিছিয়ে।
এ মরশুমে তাদের বাঁচিয়ে রাখতে পারে জানুয়ারির ম্যাচগুলি। তবে অস্কার ব্রুজোনের দলের কাছে চ্যালেঞ্জগুলি বেশ কঠিন। সংশ্লিষ্ট দলগুলির বিরুদ্ধে পরিসংখ্যানও তাদের পক্ষে নয়। এই মাসে আইএসএলের অন্যান্য দলের চেয়ে ইস্টবেঙ্গল এফসি-ই সবচেয়ে কঠিন সূচির মুখোমুখি হতে চলেছে। তথ্য সংগ্রহ: আইএসএল