কলকাতা: শেষ তিন ম্যাচে একটিও গোল খায়নি তাঁর দল। উপরন্তু জয় পেয়েছে। এর মধ্যে আবার দু’টি ছিল কলকাতা ডার্বি। সাম্প্রতিক এই পারফরম্যান্সের জেরে আত্মবিশ্বাসে টগবগ করছে হোসে মোলিনার মোহনবাগান শিবির। সে দিক থেকে দেখতে গেলে সের্খিও লোবেরার ওডিশা এফসি গত দুটি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। তাই বলে ওডিশাকে কোনও ভাবেই কম গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুন বাহিনীর কোচ।
ওডিশা সাতটি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পাওয়া ওডিশার প্রশংসাই শোনা গেল মোলিনার মুখে। তবে মোহনবাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা, হুগো বুমৌসদের যে বেশি জমি ছাড়বেন না তাঁর ডিফেন্ডাররা, তাও জানিয়ে দিলেন তিনি। রবিবার বুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলতি লিগে তাদের সাত নম্বর ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন বাহিনী। ভুবনেশ্বর রওনা হওয়ার আগে তাদের কোচ সাংবাদিকদের বলেন, ''ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে আমি সব সময়ই বিশ্লেষণ করি। তারা কেমন খেলে, আমাদের বিরুদ্ধে তারা কী কী করতে পারে, এইসব নিয়ে। সেই অনুযায়ী দলের ছেলেদের যথেষ্ট ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করি। আমার কাছে এটা কোনও বিশেষ ম্যাচ নয়। প্রতি ম্যাচই আমার কাছে বিশেষ। তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ বলা যেতে পারে।''
ওডিশা এফসি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেছেন মোলিনা, তা তাঁর কথাতে স্পষ্ট। বলেন, ''প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেমন খেলতে পারে, কী কী কৌশল অবলম্বন করতে পারে, তা আন্দাজ করা আমার কাজ। সে লোবেরাই হোক বা সিঙতো বা অন্য কোনও কোচ, তাদের মুখোমুখি তো হতেই হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। ওডিশা সত্যিই ভাল দল, ওদের ভাল খেলোয়াড় ও কোচ আছে।''
কলিঙ্গবাহিনীতে তাঁর দলের দুই প্রাক্তনী রয়েছেন, রয় কৃষ্ণা ও হুগো বুমৌস। এই ম্যাচে তাঁরা যে বাড়তি উদ্যম নিয়ে খেলবেন, এমনটা অনেকেই ধরে নিচ্ছেন। মোলিনাও তা জানেন। তবে তিনি রয়দের প্রাক্তন ফুটবলার হিসেবে নয়, প্রতিপক্ষের বিপজ্জনক অ্যাটাকার হিসেবেই আটকানোর ছক তৈরি করছেন। এই দুই তারকার প্রসঙ্গে উঠতে বাগান কোচ বলেন, ''প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমৌস ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।''
ওডিশা এফসি-কে নিয়ে তিনি আরও বলেন, ''ওদের খেলোয়াড়রা সত্যিই ভাল। যথেষ্ট শ্রদ্ধা আছে ওদের প্রতি। ওদের ঘরের মাঠে ওদের হারানো মোটেই সোজা নয়। তবে আমার দলের ছেলেদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ভাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট পরিশ্রম করছে ওরা। প্রতিপক্ষকে তাদের সেরাটা খেলতে দেওয়া যাবে না। আশা করি, আমরা এই ম্যাচে ভাল খেলব এবং তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরে সুন্দর একটা ছুটি কাটাব।''
এই ম্যাচে জিততে গেলে যে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে, তাও অকপটে জানালেন মোলিনা। বলেন, ''ওদের হয়তো এখন সেরা সময় চলছে না। তবে তবে ওরা যথেষ্ট ভাল দল এবং ওদের বিরুদ্ধে যথেষ্ট মনোনিবেশ করে খেলতে হবে, সেরা প্রস্তুতি নিতে হবে এবং জিততে গেলে মাঠে সেরা ৯০ মিনিট দিতে হবে। এই ম্যাচের জন্য আমরা গত সাত দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। ওরা যে ভাবে আক্রমণ, রক্ষণ করে, যে ভাবে সেট পিস থেকে গোল করে, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। এ ভাবেই আমরা প্রতি ম্যাচের জন্য প্রস্তুতি নিই।'' তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া