কলকাতা: আঁধার ঘনাচ্ছে ভারতীয় ফুটবলের আকাশে । দেশের একমাত্র পেশাদার লিগের ভবিষ্যৎ নিয়ে তুমুল অনিশ্চয়তা ।আইএসএল স্থগিত রাখার কথা চিঠি লিখে জানিয়ে দিল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) । 

আইএসএল নিয়ে জট আরও বাড়ল । টুর্নামেন্টের আয়োজক এফএসডিএলের তরফে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, ২০২৫-২৬ মরশুমের আইএসএল আপাতত স্থগিত রাখা হচ্ছে । কারণ, এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল সংস্থার চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই । সেই চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ৮ ডিসেম্বর । যদিও আইএসএল চলে এপ্রিল মাস পর্যন্ত । যার অর্থ, পরের আইএসএল শুরু হলে টুর্নামেন্টের মাঝপর্বে গিয়ে সেই চুক্তি শেষ হয়ে যাবে । তাই আর টুর্নামেন্ট করার রাস্তাতেই হাঁটতে চাইছে না FSDL । যদি না চুক্তি নবীকরণ করা হয় ।

শুক্রবার ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে এফএসডিএল জানিয়েছে, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে । অর্থাৎ সেপ্টেম্বরে আইএসএল শুরু হলে এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে । নতুন করে চুক্তি সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনও সমাধানসূত্র এখনও পর্যন্ত বেরোয়নি ।

FSDL-এর তরফে বলা হয়েছে, চুক্তি শেষ হয়ে গেলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে হবে আইএসএল? পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনও কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা করতে পারবে না ।

 

এফএসডিএল (FSDL) ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে লিখেছে, 'এই পরিস্থিতিতে আমরা ২০২৫-২৬ মরশুম এগিয়ে নিয়ে যাওয়ার মতো জায়গায় নেই । তাই যত দিন না নতুন চুক্তি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তত দিন এই প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।' ক্লাবগুলির সঙ্গে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং সব দল যাতে নিজের মতো করে পরিকল্পনা তৈরি করতে পারে, তাই আগাম চিঠি দিয়ে সকলকে পরিস্থিতির কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এফএসডিএল ।