নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মরশুম। ইংল্যান্ড, ইতালি, স্পেনে প্রথম সপ্তাহেই লিগে বেশ তাৎপর্যপূর্ণ কযেকটি ফলাফল দেখা গিয়েছে। প্রথম সপ্তাহের শেষ লগ্নেও সেই রোমাঞ্চ দেখা গেল। একদিকে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ প্রত্যাবর্তনেই গোল করলেন জেমি ভার্ডি (Jamie Vardy)। অপরদিকে, নবাগত কোমোকে হারিয়ে কোচ হিসাবে জুভেন্তাস (Juventus) সফর শুরু থিয়াগো মোতার। লা লিগায় দুইবার পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)।
প্রাক মরশুমে চোটের কারণে স্পার্সের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ভার্ডির খেলা নিয়েই যথেষ্ট সন্দেহ ছিল। তবে তিনি ম্যাচের শুরু থেকেই মাঠে তো নামেনই, গোলও করেন। প্রথমার্ধে অবশ্য স্পার্স দাপটের সঙ্গে খেলে। পেড্রো পরোর গোলে ম্যাচেও এগিয়ে যায় উত্তর লন্ডনের ক্লাবটি। তবে প্রচুর সুযোগ পেয়েও গোলের ব্যবধান বাড়াতা পারেনি স্পার্স। সেই খেসারত দিতে হয় দ্বিতীয়ার্ধে। চাপের মুখে থাকা লেস্টার হঠাৎই দুরন্ত এক মুভে গোল পেয়ে যায়। তারপর তারাই ম্যাচ শাসন করছিল। ভার্ডি দলকে এগিয়েও দিতে পারতেন। গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বাঁ-পায়ের দুর্বল শটে স্পার্স গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। তবে ৩৭ বছর বয়সি স্ট্রাইকার এই নিয়ে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ডেতে আটটি গোল করে ফেললেন। মহম্মদ সালা বাদে ভার্ডির থেকে এক্ষেত্রে বেশি গোল করার রেকর্ড আর কোনও ফুটবলারের নেই।
আলভারো মোরাতা, মেমফিস ডিপাইদের বিদায় এবং সরলথ, লে নর্মান্ড, জুলিয়ান আলভারেজ়দের সঙ্গে সঙ্গে এক নতুন যুগের সূচনা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পেনের রাজধানীর ক্লাব ভিয়ারিয়ালের বিরুদ্ধে দুই দুইবার পিছিয়ে পড়ে। জয় সুনিশ্চিত করতে না পারলেও, ম্যাচ ড্র করতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের ছেলেরা। দানজুমার গোলে ম্যাচে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে মিনিট খানেক পরেই আতোয়াঁ গ্রিজ়ম্যানের পাস থেকে অ্যাটলেটিকোর হয়ে সমতা ফেরান মার্কোস লরেন্তে। ভিয়ারিয়াল কোকের আত্মঘাতী গোলে ফের একবার ম্যাচে এগিয়ে যায়। দলকে দ্বিতীয়বার সমতায় ফেরান অভিষেক ঘটানো সরলথ। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস পেপে ভিয়ারিলাকে নিজের ফ্রি-কিক থেকে তৃতীয়বার এগিয়ে দেওয়ার খুব কাছে পৌঁছেও ব্যর্থ হন। ম্যাচ ২-২ ড্রয়েই শেষ হয়।
তবে অ্যাটলেটিকো, টটেনহ্যাম ড্র করলেও, দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল জুভেন্তাস। দুই তরুণ ম্যানেজারের লড়াই দেখতে অনেকেই মুখিয়ে ছিলেন। একদিকে যেখানে মোতার জুভেন্তাসের ম্যানেজার হিসাবে এটাই প্রথম ম্যাচ ছিল, তেমনই কোমোর হয়ে সেস ফাব্রেগাসও এই ম্যাচের মাধ্যমেই কোচ হিসাবে সিরি আ-তে অভিষেক ঘটান। দুইজনেই অল্প সময়ে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তবে ক্লাব হিসাবে যে ধারে ভারে নবাগত কোমোর থেকে রেকর্ড চ্যাম্পিয়নরা অনেকটা এগিয়ে, সেটা ম্যাচে প্রমাণ পাওয়া গেল। ৩-০ জয় পায় জুভেন্তাস। ডুসান ভ্লাহোভিচ দুইবার পোস্টে বল না মারলে গোলের সংখ্যাটা কিন্তু আরও বাড়তেই পারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনার দলে নেই লিওনেল মেসি