বুয়েনস আইরস: লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে নাগাড়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। মহাদেশের সেরা হওয়ার পর সামনের মাসে, সেপ্টেম্বরে প্রথমবার মাঠে নামবে আলবিসেলেস্তে। তবে দলের কিংবনদন্তি অধিনায়ককে দেখা যাবে না।


৫ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনা চিলির বিরুদ্ধে মাঠে নামবে। তার পাঁচদিন পরে ব্যারানকুইল্লায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে নীল সাদা বিগ্রেড। সেই দুই ম্যাচের জন্য সদ্যই ২৮ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় নাম নেই মেসির।


আসলে ৩৭ বছর বয়সি তারকা ফরোয়ার্ড বর্তমানে চোটের কবলে। গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পান মেসি। তারপর থেকে তাঁর ক্লাব ইন্টার মায়ামির হয়েও মাঠে নামেননি 'এলএম১০'। বর্তমানে তিনি চোট সারিয়ে তোলার জন্য রিহ্যাব করছেন। এথনও সেই চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত না হওয়ায় তাঁকে ২৮ জনের দলে রাখা হয়নি। এই দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াও নেই। তিনি কোপা আমেরিকা শেষেই অবসর ঘোষণা করেছিলেন। তাই দুই মহাতারকাকে ছাড়াই মাঠে নামতে হবে আলবিসেলেস্তেকে।


 






 


তাৎপর্যপূর্ণভাবে পাওলো দিবালা তথা ফ্রাঙ্কো আর্মানিও স্কালোনির দলে জায়গা পাননি। এই দুই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য বেশ কিছু তরুণ ফুটবলারকে দলে জায়গা দিয়েছেন বিশ্বজয়ী কোচ। এর মধ্য়ে অ্যালেহান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কার্বোনির মতো ফুটবলাররা রয়েছেন। এর পাশাপাশি আর্জেন্তাইন দলে দুই নতুন মুখকেও জায়গা দিয়েছেন স্কালোনি। স্ট্রাইকার ভ্য়ালেন্টিন ক্যাস্টেলানোস ও মিডফিল্ডার ইজ়িকুয়েল ফার্নান্ডেজ প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন।


এছাড়া দলে লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকালিস্টার, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ়, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ়ের মতো পরিচিত মুখেরা তো রয়েছেনই। মেসির অনুপস্থিতিতে দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বজয়ীরা কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর থাকবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত, মাত্র ৩৩ বছরেই অবসর ঘোষণা জার্মান অধিনায়কের