কলকাতা: লিওনেল মেসি-দর্শন ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা (Messi in Kolkata)। মাঠের দিকে উড়ে এল চেয়ার, জলের বোতল। নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে গেলেন মেসি। লন্ডভন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা ঘটনায় উত্তাল রাজ্য, রাজনীতি। এবার এই নিয়ে বিবৃতি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। জানিয়ে দেওয়া হল এটি এক সংস্থার আয়োজন করা একটি ব্যক্তিগত অনুষ্ঠান এবং ফেডারেশন শনিবার যুবভারতীতে আয়োজিত এই অনুষ্ঠানের পরিকল্পনা বা তা বাস্তবায়িত করার দায়িত্বে ছিল না।

Continues below advertisement

ফেডারেশনের তরফে দাবি করা হয় এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে সকলের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ফেডারেশনের তরফে বিবৃতিতে বলা হয়, 'যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শকরা লিওনেল মেসি, রদ্রিগো দি পল এবং লুইস সুয়ারেজকে দেখতে জমায়েত হয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছেন, তা নিয়ে ফেডারেশন উদ্বিগ্ন। এটি একটি আয়োজক সংস্থার আয়োজন করা ব্যক্তিগত ইভেন্ট। ফেডারেশন কোনওভাবেই এর আয়োজন, পরিকল্পনা এবং তা বাস্তবায়নের দায়িত্বে ছিল না। উপরন্তু, এই ঘটনার কোনও বিবরণ ফেডারেশনকে দেওয়া হয়নি এবং ফেডারেশনের তরফ থেকে কোনওরকমের অনুমতিও নেওয়া হয়নি।'

ফেডারেশনের তরফে আরও দাবি করা হয়, 'উপস্থিত ব্যক্তিবর্গ কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলকে আমরা অনুরোধ করছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিঃসন্দেহেই প্রাধান্য় পাওয়া উচিত।'               

Continues below advertisement

 

 

এই ঘটনায় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগে গ্রেফতার শতদ্রু দত্ত। মেসি উন্মাদনায় যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। এরপরই দর্শক আসন থেকে ছোড়া হল জলের বোতল। প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ।