কলকাতা: লিওনেল মেসির কলকাতা আগমন ঘিরে ছিল চরম উত্তেজনা। সেই উত্তেজনা বদলে গেল বিশৃঙ্খলায় (Kolkata Messi Event Vandalism)। আর্জেন্তাইন কিংবদন্তিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মাঠে উপস্থিত সমর্থকরা। মাঠে উড়ে আসে ভাঙা চেয়ার, জলের বোতল। কিন্তু প্রশ্ন উঠছে যুবভারতীতে কীভাবে ঢুকল জলের বোতল?
বোতল আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। যুবভারতীতে সাধারণ ম্য়াচেও জলের বোতল নিয়ে ঢোকে নিষেধ। বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কীভাবে ঢুকল জলের বোতল? কীভাবে বিকোল ১৫গুণ বেশি দামে? পুলিশ কী করছিল? উঠছে প্রশ্ন। দর্শকদের অভিযোগ, 'আমাদের মাঠের ভিতরে জলের বোতল নিয়ে ঢুকতে দেয়নি। অনুষ্ঠান আয়োজকরা মাঠের ভিতরে ১০-১৫ টাকার বোতল ২০০ টাকায় বিক্রি করেছে। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আয়োজন। মেসিকে দেখাই যায়নি।'
টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ তুলেছেন সমর্থকরা। মন্ত্রী-আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কী দেখবে? প্রতিক্রিয়া দর্শকদের। আর সবারই কম-বেশ ক্ষোভ মূলত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়েও। যে ছবিগুলো ভাইরাল হয়েছে, তার মধ্যে রয়েছে মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাসের ছবিও। এত এত টাকা কেটে যেখানে সাধারণ মানুষ তাঁদের প্রিয় নাককে দেখতে পেলেন না, সেখানে নেতা মন্ত্রীরা এত কাছ থেকে মেসিকে ঘিরে কেন ছিলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অনেকেই তো অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিও তুলছেন। পরিস্থিতির চাপ বুঝতে পেরে ক্রীড়ামন্ত্রী স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, 'সরকারের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্ত চলছে। তাই তদন্ত শেষ না হওয়ার পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করব না।'
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, সরব শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্রীড়া ও দমকলমন্ত্রীর গ্রেফতারি দাবি শুভেন্দুর। 'অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলার অবনতির দায় নিয়ে গ্রেফতার করতে হবে। বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। ভোটের আগে মেসির সঙ্গে ছবি তুলে, 'খেলা হবে' করতে গেছিলেন। প্রতারিত দর্শকরা খেলা দেখিয়ে দিয়েছেন', পোস্ট বিরোধী দলনেতার।
'এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব','এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। 'যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি।', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।