মাদ্রিদ: শনিবার লস কারমেনে স্টেডিয়ামে গ্রেনাদাকে ৪-০ গোলে চূর্ণ করার পরে নয়, রিয়াল মাদ্রিদ ফুটবলারদের হাতে লা লিগা (La Liga) ট্রফি তুলে দেওয়া হল একদিন পরে, রবিবার। এবং সেটাও তাদের প্র্যাক্টিস মাঠে। রুদ্ধদ্বার অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল সংস্থা। ম্যানেজার কার্লো আনসেলোত্তির ফুটবলাররা মেতে উঠলেন উৎসবে।
এবারেরটা মিলিয়ে ৩৬ বার লা লিগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। কিন্তু কেন মাঠে ম্যাচের পর না দিয়ে আলাদা করে প্র্যাক্টিস মাঠে ট্রফি দেওয়া হল রিয়াল মাদ্রিদকে?
রয়্যাল স্প্যানিশ ফুটবল সংস্থা প্রাথমিকভাবে চেয়েছিল লস কারমেনে স্টেডিয়ামে গ্রেনাদা ম্যাচের পরই ট্রফি তুলে দিতে। কিন্তু মহানুভবতার পরিচয় দেয় রিয়াল মাদ্রিদ। গ্রেনাদা এই ম্যাচ হেরে অবনমনের আওতায় পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাদের ফুটবলার থেকে শুরু করে সদস্য, সমর্থক, সকলেই শোকস্তব্ধ হয়ে যান। ম্যাচটি ছিল তাঁদেরই ঘরের মাঠে। একদিকে শোকবিহ্বল প্রতিপক্ষ। অন্যদিকে ট্রফি নিয়ে রিয়াল মাদ্রিদ ফুটবলারদের উৎসব যে ভীষণই বেমানান হবে, মনে করেছিল স্পেনের ক্লাব ফুটবলের অন্যতম প্রধান দল।
সেই কারণেই লস কারমেনে স্টেডিয়ামে গ্রেনাদা ম্যাচের পর ট্রফি নেবে না বলে জানিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। রয়্যাল স্প্যানিশ ফুটবল সংস্থাকে অনুরোধ করা হয়, যেন তাদের ট্রেনিং গ্রাউন্ডে ট্রফি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই অনুরোধ রক্ষা করেই গ্রেনাদা ম্যাচের পরের দিন রিয়াল মাদ্রিদের হাতে তুলে দেওয়া হল ট্রফি।
জিরোনা ৪-২ গোলে বার্সেলোনাকে (Girona vs FC Barcelona) হারিয়ে দিতেই রিয়াল মাদ্রিদের খেতাব জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। স্পেনের দুই মহাশক্তিশালী দল, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্টের ফারাক দাঁড়ায় ১৩ পয়েন্টের। তবে সেই সময় বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনাল থাকায় কোনও উৎসবের রাস্তায় হাঁটেনি রিয়াল মাদ্রিদ। আপাতত ৩৫ ম্যাচে ৯০ পয়েন্টে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এর আগে ২০১১-১২ মরশুমে হোসে মৌরিনহোর প্রশিক্ষণে ১০০ পয়েন্টে লিগ শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। সেই প্রথম তিন অঙ্ক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। তারপর এবারের ৯০ পয়েন্ট দ্বিতীয়।
রিয়াল তারকা, জার্মানির ফুটবলার টোনি ক্রুস সাংবাদিকদের বলেছেন, 'আমাদের মরশুমটা দারুণ কাটল। কঠিন সময় গিয়েছে। প্রচুর ফুটবলার চোট-আঘাত পেয়েছে। তবে এত তাড়াতাড়ি লিগটা জিততে পেরে, এবং সেটাও এত পয়েন্টের ব্যবধানে, সেটাই বলে দেয় দল হিসাবে আমরা কেমন। সমর্থকদের সঙ্গে উৎসব করতে পারাটাই এখন গুরুত্বপূর্ণ।'
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে ট্রফি পেয়েই উৎসব শুরু করেন ফুটবলাররা। মাদ্রিদের রাস্তায় হুডখোলা বাসে চেপে বিজয়ী দলের ফুটবলাররা শোভাযাত্রা করেন। তারপর পুয়ের্তা দেল সলে প্রশাসনিক সদর দফতরে যান ফুটবলাররা। সেখান থেকে সিবেলেসে গিয়ে বিপুল জনতার সঙ্গে শুরু হয় উৎসব।