নয়াদিল্লি: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল আর্জেন্তিনা (Argentina Football Team)। সেই কারণেই পেরুর বিরুদ্ধে দলে নয়টি বদল ঘটিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। যদি ম্যাচে নির্বাসিত থাকায় ডাগ আউটে দলের দায়িত্ব নেন তাঁর সহকারী। তবে ফলাফলে তার প্রভাব পড়ল না। লিওনেল মেসিকে ছাড়াই পেরুকে হারিয়ে ১০০ শতাংশ রেকর্ড নিয়েই পরের রাউন্ডে পৌঁছল লা আলবিসেলেস্তে। ম্যাচে আর্জেন্তিনার হয়ে জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ (Lautaro Martinez)। 


দলে একগুচ্ছ তারকাকে বিশ্রাম দিলেও আর্জেন্তিনাকে প্রতিপক্ষ পেরুর বিরুদ্ধে তেমন চাপে পড়তেই হয়নি। যদিও প্রথমার্ধে দুই দলের কেউই কোনও গোল করতে পারেনি। সমতায় থেকেই পেরু ও আর্জেন্তিনা প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন মার্তিনেজ। ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড সুদৃশ্য চিপে পেরু গোলরক্ষক পেদ্রো গ্যালেসে পরাস্ত করেন। ম্যাচে তাঁর দ্বিতীয় গোলও একইরকম চিপ শটের মাধ্যেমেই আসে। ৮৬ মিনিটে পেরুর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে আর্জেন্তিনার জয় সুনিশ্চিত করেন মার্তিনেজ।


 






লা আলবিসেলেস্তেরা আরও বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত। ৭২ মিনিটে বক্সে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্তিনা। তবে লিয়ান্দ্রো প্যারেডেস নিজের পেনাল্টি কিক পোস্টে মারেন। তবে পেরু তেমন বলার মতো কোনও সুযোগই তৈরি করতে পারেনি। ফলে তৃতীয় ম্য়াচ জিতে গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছল মেসির দল। 


অপরদিকে, গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ আটে পৌঁছল কানাডাও (Canada Football Team)। এই প্রথম তাঁরা কোপার শেষ আটে। দুই বারের চ্যাম্পিয়ন চিলির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেন আলফন্সো ডেভিডরা। এর সুবাদেই গ্রুপে দ্বিতীয় স্থান থেকে পরের পর্বে পৌঁছে গেলেন তাঁরা। অপরদিকে, গোটা গ্রুপ পর্ব একটিও গোল করতে না পেরে এক চূড়ান্ত হতাশাজনক কোপা থেকে বিদায় নিল চিলি। 


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: গতবারের চ্যাম্পিয়নদের বিদায়, ইতালিকে হারিয়ে উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ড