কলকাতা: হাতে গীতা নিয়ে আদালতে প্রবেশ করেছিলেন। কিন্তু মেসিকাণ্ডে শতদ্রু দত্তর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল। ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মেসির অনুষ্ঠানে পুলিশের সঙ্গে কথার আগেই স্টেডিয়ামে খাবার সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল বলে আদালতে দাবি পুলিশের। তাঁরা আরও জানিয়েছে, ৪০ লক্ষের চুক্তিতে নগদে ৬০ লক্ষ টাকা পান শতদ্রু।
আদালতে পুলিশের দাবি, ১২ তারিখ পুলিশের সঙ্গে চুক্তির আগেই স্টেডিয়ামে খাবরদাবার সরবরাহ নিয়ে আগেই চুক্তি হয়েছিল। শতদ্রুর জামিনের আবেদন তাঁর আইনজীবী করেছিলেন, যা খারিজ হয়ে গিয়েছে। এদিন সরকারি আইনজীবী আদালতে দাঁড়িয়ে উল্লেখ করলেন যে এই ঘটনা পূর্বপরিকল্পিত। তাঁর পেছনে রয়েছেন না কি শতদ্রু দত্তই। মেসির অনুষ্ঠান দেখার জন্য ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। আদালতে পুলিশের তরফে জানানো হয়েছে, ৩৪, ৫৭৬ জন টিকিট কেটেছিলেন এই অনুষ্ঠানের জন্য। কেন ২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়লেন মেসি? এটিও না কি পূর্বপরিকল্পিত ছিল, এমটাই দাবি করা হয়েছে পুলিশের তরফে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, অন্যান্য যে তিনটি রাজ্যে মেসির অনুষ্ঠানে হয়েছে সেখানে ক্রীড়া ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানি ছিল, সেখানে কলকাতায় কোনও ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব কেন দেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
উল্লেখ্য, মেসিকাণ্ডে যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতির পর বিমানবন্দর থেকে ১৩ ডিসেম্বরই গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। পরে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, 'সরকার কমিটি গঠন করেছে, আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হয়েছে। যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, না হলে আইনি ব্যবস্থা। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধান আয়োজককে আটক করা হয়েছে, কাউকে ছাড়া হবে না'।
অন্যদিকে জাভেদ শামিম বলেন, 'কারা দোষী তদন্তের পরই বলতে পারব, কিছু সময় লাগবে। যে সব মেসি ভক্তি প্রতারিত ও ক্ষুব্ধ তাঁদের কথা মাথায় রাখা হচ্ছে'। মেসিভক্তদের দাবি, নিরাপত্তারক্ষী, পুলিশ, মন্ত্রী ও VVIP-দের ভিড়ের মাঝে, গ্যালারি থেকে মেসিকে সেভাবে দেখাই যায়নি। হাজার হাজার টাকার টিকিট কেটেও, স্বপ্নের ফুটবলারকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভ ফেটে পড়েন কেউ কেউ। এক অনুরাগীর বক্তব্য ছিল- সাধারণ মানুষ কিচ্ছু দেখতে পায়নি। ১১ হাজার ৮০০ টাকা দিয়ে ২ টো টিকিট কেটেছিলাম আমরা। আমাদের সঙ্গে ফ্রড করা হয়েছে।''