কাতার: ফিফা বিশ্বকাপ (FIFA WC 2022) শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই কাতারে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। পৌঁছে গিয়েছে একাধিক দলও। আজ বুধবার, ১৬ নভেম্বর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমে পড়ল আর্জেন্তিনা (Argentina Football Team)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতল লা আলবিসেলেস্তে। দুরন্ত ছন্দে দলের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। 'এলএম১০' গোল করার পাশাপাশি গোল করালেনও। 


মন্থর শুরু


এদিন মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আমিরশাহির বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি সারতে মাঠে নেমেছিলেন মেসিরা। প্রস্তুতি ম্যাচ হলেও মেসি, ডি মারিয়াসহ সিংহভাগ আর্জেন্তাইন তারকাই শুরু থেকে মাঠে নামেন। ম্যাচের শুরুটা খানিকটা মন্থর ভাবেই করেছিল দুই দল। তবে খানিকটা সময় যেতেই ছন্দে খুঁজে পায় আর্জেন্তিনা। ১৭ মিনিটের মাথায় তরুণ জুলিয়ান আলভারেজকে পাস বাড়ান মেসিই। সেই পাস থেকে গোল করতে কোনও ভুল করেননি আলভারেজ। এরপর ২৫ ও ৩৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে ব্যবধানও আরও বাড়িয়ে নেয় আর্জেন্তিনা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চতুর্থ গোলটিও পেয়ে যান তাঁরা।


মেসির ফর্ম


ডি মারিয়ার পাস থেকেই ৪৪ মিনিটের মাথায় গোল করেন মেসি। এই নিয়ে কোপা চ্যাম্পিয়নদের জার্সিতে টানা চার ম্যাচে গোল করলেন মেসি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় জাওকিন কোরেয়া ম্যাচের শেষ গোলটি করেন। ৫-০ জেতে আর্জেন্তিনা। ২২ তারিখ সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। তার আগে দুরন্ত ছন্দে মেসি। বিগত মাসে ক্লাবে প্যারিস সাঁ-জাঁর জার্সিতেও অনবদ্য ফর্মে ছিলেন সাত বারের ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন মেসি। নিজের শেষ বিশ্বকাপে দলকে বিশ্বখেতাব জেতাতে নিশ্চয়ই মরিয়া হবেন মেসি। আলবিসেলেস্তে অনুরাগীদের ভরসা দিচ্ছে মেসির ফর্ম। প্রসঙ্গত, বিগত ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্তিনা দল।


তবে লিওনেল মেসি বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগেই তাঁর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দুই পছন্দের দলের নাম জানিয়ে দেন। তবে সেই তালিকায় নেই আর্জেন্তিনা। মেসির দুই ফেভারিট দলের নাম ব্রাজিল ও ফ্রান্স। ৩৫ বছরের তারকা এই ফুটবলার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''ব্রাজিল ও ফ্রান্সের এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রবল। তারা অনেক বছর ধরে একটা টিম হিসেবে খেলে আসছে। তাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। এই দুই দল ছাড়াও ইংল্যান্ড ও স্পেনও রয়েছে পছন্দের তালিকায়।''


আরও পড়ুন: বিশ্বকাপে ভারত! বিশ্বজয়ের দাবিদারদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ভারতীয়