লন্ডন: মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গণ্য করা হয় তাঁকে। বিশ্বকাপ থেকে ব্যালন ডি'অর, দলগত হোক বা ব্যক্তিগত, প্রায় সব খেতাবই জিতেছেন তিনি। সেই লিওনেল মেসির (Lionel Messi) যাত্রাপত্রের শুরুটাও কিন্তু কোনও রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। মেসির প্রতিভা জোসেপ মারিয়া মিঙ্গুয়েলা তাঁকে লাতিন আমেরিকা থেকে বার্সেলোনায় (Barcelona) নিয়ে আসার বন্দোবস্ত করেন। আর বাকিটা ইতিহাস। বার্সার সঙ্গে মেসি যে নিজের প্রথম চুক্তি (Lionel Messi Contract) একটা ন্যাপকিন পেপারে সই করেছিলেন, তা মোটামুটি সকলেই জানেন। এবার নিলামে উঠতে চলেছে সেই ন্যাপকিনটিই।


১৮ মার্চ থেকে ২৭ মার্চের মাঝের সেই ঐতিহাসিক ন্যাপকিনটি নিলামে উঠতে চলেছে বলে খবর। ব্রিটেনের এক প্রসিদ্ধ নিলাম আয়োজন সংস্থার তরফেই এই নিলামের আয়োজন করা হবে। ভারতীয় মুদ্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা থেকে সেই বিখ্যাত ন্যাপকিনটির দর কষাকষি শুরু হবে। এই ঐতিহাসিক ন্যাপকিনটি মেসির তৎকালীন এজেন্ট হোরাসিও গ্যাজ়িওলির তত্ত্বাবধানে শুরু থেকেই সযত্নে রাখা ছিল। সেই ন্যাপকিনে মেসির স্বাক্ষর তো রয়েইছে। পাশাপাশি তৎকালীন বার্সা টেকনিক্যাল সেক্রেটারি কার্লেস ব়্যাক্সাখ, মেসির প্রতিভা অন্বেষণের জন্য খ্যাত মারিয়া মিঙ্গুয়েলার স্বাক্ষরও রয়েছে।


মন্টজুয়িখে এক মধ্যাহ্নভোজের সময়ই ওই ঐতিহাসিক চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে নীল কালির পেন দিয়ে কার্লেসের দেওয়া প্রতিশ্রুতিও লেখা রয়েছে। গ্যাজ়িওলি প্রাথমিকভাবে এই ন্যাপকিনটি বার্সেলোনার মিউজিয়ামে সংরক্ষণের জন্য দান করবেন বলে ভেবেছিলেন। তবে সেই ন্যাপকিনটি শেষমেশ নিলামে তোলারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মেসির অসামান্য প্রতিভা সত্ত্বেও তাঁর স্বাস্থ্য নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল। বার্সা ক্লাবের তরফে মেসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পাশাপাশি এটাও নির্ধারিত হয় যে মেসির শারীরিক পরিস্থিতির দেখভাল করার দায়িত্বও ক্লাবের তরফেই নেওয়া হবে। এক্ষেত্রে মিঙ্গুয়েলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনিই মেসি এবং তাঁর বাবা জর্জের থাকা খাওয়ার বন্দোবস্ত করেছিলেন। বার্সালোনার হয়ে হেন কোনও খেতাব নেই যা মেসি জেতেননি। সুতরাং তাঁদের আস্থার প্রতি যে 'এলএম১০' সুবিচার করেছেন তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: বার্সা কোচ হিসেবে তাঁর জুতোয় কে পা গলাতে পারেন? নিজেই জানালেন জাভি