মিয়ামি: তিনি এলেন, তিনি খেললেন, তিনি জয় করলেন। নিজে জোড়া গোল করলেন। দলকেও জেতালেন। শুধু জেতালেনই না। মেজর সকার লিগে (Major Soccer League) ইন্টার মিয়ামিকে (Inter Miami FC) পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল ইন্টার মিয়ামি এফসি। মেসি ছাড়া গোল করলেন লুইস সুয়ারেজ।


ম্য়াচে ফিলাডেলফিয়ার হয়ে মাত্র ২ মিনিটের মাথায় গোল করেন মিকায়েল উহরে। শুরুতেই গোল হজম করার সঙ্গে সঙ্গেই কিছুটা চাপে পড়ে যায় ইন্টার মিয়ামি। কিন্তু ত্রাতা হয়ে উঠলেন তখনই লিওনেল মেসি। চোট সারিয়ে ফেরার পর মেজর সকার লিগে নিজের ১৩ ও ১৪ তম গোলটি করে ফেললেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন সুপারস্টার। দুটো গোলের ক্ষেত্রেই মেসিকে অ্যাসিস্ট করেন বার্সেলোনায় আগে তাঁর সতীর্থ জর্ডি আলবা।


 






খেলার শুরুতে গোল হজম করেছিল ইন্টার মিয়ামি। কিন্তু এরপর ২৬ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান মেসি। জর্ডি আলবার থেকে পাস নিয়ে সুয়ারেজ বল বাড়িয়ে দিয়েছিলেন মেসির দিকে। সেখান থেকেই গোল করেন আর্জেন্তাইন তারকা। খেলার ৩০ মিনিটের মাথায় ফের গোল করেন মেসি। দলকে এগিয়ে দেন। জর্দি আলবার বাড়ানো বল বাঁ পায়ে জালে জড়িয়ে দিলেন আটবারের ব্যালন ডি'ওর জয়ী তারকা। এরপর অতিরিক্ত সময়ের ৬ মিনিটের মাথায় সুয়ারেজকে বল বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে গোল করেন উরুগুয়ের তারকা। 


এই জয়ের সঙ্গে সঙ্গে মেজর সকার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে এই মুহূর্তে ইন্টার মিয়ামি। এখনও পর্যন্ত ২৮টি ম্য়াচ খেলে আমেরিকার ক্লাবটি ১৯টি জয় ছিনিয়ে নিয়েছে। ৫ ম্য়াচে ড্র করেছে। ৪টি ম্য়াচে হেরেছে। এই মুহূর্তে তাদের ঝুলিতে ৬২ পয়েন্ট। 


উল্লেখ্য, মেসি কোপা ফাইনালে খেলতে পারেননি। সেই সময়ই চোট পান তিনি। জুলাই মাসের পর থেকেই মাঠের বাইরে ছিলেন। তিন সপ্তাহ আগে অনুশীলনে ফিরেছিলেন। অবশেষে মাঠে ফিরেই গোল করলেন। দলকেও টেনে তুললেন।


আরও পড়ুন: বিরাট, রোহিত কেউ নন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারের নাম জানেন?