মিউনিখ: চলতি উয়েফা ইউরোর (UEFA Euro 2024) অংশগ্রহণকারী দলগুলির মধ্যে জনসংখ্যার নিরিখে সবথেকে ছোট দেশ স্লোভেনিয়া। তবে নিজেদের খেলায় প্রতি মুহূর্তেই ইয়ান ওব্ল্যাকরা প্রমাণ দিচ্ছেন তাঁরা হেলাফেলার পাত্র নয়। ডেনমার্কের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত ড্র অর্জন করে নিয়েছিল স্লোভেনিয়া। সার্বিয়ার বিরুদ্ধে (SVN vs SRB) ইউরোয় নিজেদের প্রথম জয়ের থেকে মাত্র কয়েক সেকেন্ডে দূরে ছিলেন ওব্ল্যাকরা। তবে স্লোভেনিয়ার হৃদয়ভঙ্গ করলেন লুকা ইয়োভিচ (Luka Jovic)। ১-১ ড্র হল ম্যাচ।


রিয়াল মাদ্রিদ প্রাক্তনীর শেষ মুহূর্তের গোলে জমে গেল  ইউরোর গ্রুপ 'সি'-র লড়াই। অল্পের জন্য পরের রাউন্ডে পৌঁছনোর আশা জিইয়ে রাখল সার্বিয়ানরা। গত ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর এই ম্যাচেও হারতে হলে আলেকজান্ডার মিত্রোভিচদের পরের রাউন্ডে পৌঁছনোর সমস্ত আশা শেষ হয়ে যেত। কিন্তু ড্রয়ের সুবাদে দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ 'সি'-তে চারে নম্বরে রয়েছে সার্বিয়া। ডেনমার্কের বিরুদ্ধে তাই মিত্রোভিচদের শেষ ম্যাচের ওপর এই গ্রুপের ভাগ্য কিন্তু নির্ভর করবে। অপরদিকে, স্লোভেনিয়ার ক্ষেত্রে মন্দের ভাল হল ওব্ল্যাকরা চলতি ইউরোতে এখনও অপরাজিত। দুই ম্যাচের পর দুই পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা।


ম্যাচ শেষে স্লোভেনিয়া অধিনায়ক ওব্ল্যাকের গলায় স্পষ্টতই হতাশা ধরা পড়ল। তিনি বলেন, 'গোটা বিষয়টা খুবই হতাশাজনক, কারণ জয়ের এত কাছে পৌঁছেও আমরা জিততে পারলাম না। তবে এটাই তো ফুটবলের সৌন্দর্য্য। আমরা উচ্চ মানের ফুটবল খেলেও, শেষমেশ গোলটা হজম করতে হল।'  সার্বিয়ান অধিনায়ক মিত্রোভিচ এই পয়েন্ট তাঁদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে অবগত। তিনি ম্যাচে ছয় ছয়টি গোলে শট নিয়েও স্লোভেনিয়ার জালে বল জড়াতে পারেননি।


তবে জোভিচের সুবাদে এক পয়েন্ট পেয়েছে তাঁর দল। এই বিষয়ে মিত্রোভিচ বলেন, 'এই পয়েন্টটা আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে এখনও আমাদের নিজেদের হাতেই নিজেদের ভাগ্য রইল। আমরা আশা করছি ডেনমার্কের বিরুদ্ধে পাঁচ দিন পরে নিজেদের সেরা খেলাটা খেলতে পারব।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: গত ইউরোর সেমিফাইনালের পুনরাবৃত্তি, ফের স্পেনকে হারাবে ইতালি, না জয়ের ধারা অব্যাহত রাখবেন মোরাতারা?