কোচি: প্রচুর গোলের সুযোগ তৈরি করেও গোল করতে না পারায় তিনি অখুশি ঠিকই। তবে এই সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তায় পড়তে রাজি নন মহমেডান এসসি-র রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ। তিনি বরং বেশি চিন্তিত দলের ফিটনেস সমস্যা নিয়ে, প্রতি ম্যাচে ৭০ মিনিটের পর দলের ফুটবলারদের ক্লান্ত হয়ে পড়া নিয়ে।



শনিবার ঘরের মাঠে গতবারের সেমিফাইনালিস্ট এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ ড্র করলেও ম্যাচের বেশিরভাগ সময়ই দাপুটে ফুটবল খেলে মহমেডান এসসি। স্টপেজ টাইমের তৃতীয় মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পর চতুর্থ মিনিটে গোল খেয়ে প্রায় নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হয় তাদের। গত ম্যাচেও ঠিক এই সময়েই গোল খেয়ে হাতের মুঠোয় আসা আক পয়েন্ট খোয়াতে হয় তাদের। তবে এ দিন জেতার মতো খেলেও জিততে না পারার আফসোস অবশ্যই রয়েছে তাঁর।

শনিবার ম্যাচের পর চেরনিশভ সাংবাদিকদের বলেন, ''এফসি গোয়ার মতো বড় দলের বিরুদ্ধে এরকম পারফরম্যান্স দেখানো মোটেই সহজ নয়। ৭০ মিনিটের পরই আমরা ম্যাচটা শেষ করে দিতে পারতাম। যা সুযোগ পেয়েছি, তাকে ৫০-৫০ বলা যায় না, একশো ভাগ গোলের সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু ম্যাচের শেষ দিকে এফসি গোয়া পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে গোল করে দেয়।''

এই ফলে তিনি খুশি নন ঠিকই, তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সে গর্বিত। রাশিয়ান কোচ বলেন, ''অবশ্যই এই ফলে আমি খুশি নই। আমাদের এক গোলে জেতা ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ ড্র হল। তবে আমাদের ছেলেরা আজ অসাধারণ ফুটবল খেলেছে। আইএসএলের মানের উপযুক্ত ফুটবলই খেলেছে ওরা। আমাদের কম্বিনেশনও ক্রমশ কার্যকরী হয়ে উঠছে। এই ম্যাচের ভুলগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে।''


আইএসএলে তাদের প্রথম ম্যাচেও যা ঘটেছিল, শনিবারও সে রকমই হয়। ৭০ মিনিটের পর থেকে ক্রমশ ক্লান্ত হয়ে পড়েন সাদা-কালো বাহিনীর ফুটবলাররা। সেই সুযোগই কাজে লাগিয়ে প্রতিপক্ষ পাল্টা আক্রমণ করে তাদের। ৯০ মিনিট পুরো লড়াই করতে না পারার সমস্যা যে এখনই দূর করা সম্ভব নয়, তা স্বীকার করে নিয়ে চেরনিশভ বলেন, ''এটা ঠিকই যে ৭০ মিনিটের পর থেকে আমাদের ছেলেরা ক্লান্ত হয়ে পড়ছে। ফলে আমাদের প্রতিপক্ষ খেলায় ফেরার সুযোগ পেয়ে যাচ্ছে এবং ম্যাচটা ক্রমশ তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কিন্তু আগেও বলেছি, আমরা ২৫ দিনের বেশি প্রস্তুতি নিতে পারিনি, যেটা ৪৫ দিনের হওয়া উচিত ছিল। আমাদের এই সমস্যা দূর করতে হবে। কিন্তু এখনই তার জন্য যথেষ্ট সময় নেই আমাদের হাতে। চার দিন পরেই আমাদের অ্যাওয়ে ম্যাচ। তার পরে যে একটা দীর্ঘ অবকাশ পাওয়া যাবে, তখন আমরা এই সমস্যা দূর করার সুযোগ পাব। তবে আমি খুশি যে গত ম্যাচের মতো ম্যাচের শেষ দিকে কারও পেশীতে টান ধরেনি।''                                                                   তথ্য সংগ্রহ:  আইএসএল