জামশেদপুর: এফসি গোয়ার মতো দলকে রুখে দেওয়ার পর চেন্নাইনের ঘরের মাঠে তাদের হারিয়ে আসার পর সেই যে মোহনবাগানের কাছে তিন গোলে হারল মহমেডান এসসি, তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। টানা পাঁচ ম্যাচে জয়হীন। তবে দলের এই ফর্মে খুব একটা বিচলিত নন সাদা-কালো বাহিনীর রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ। সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে নামার আগে কোচ বললেন, দল ছন্দে ফেরার মরিয়া চেষ্টা করছে এবং গত ম্যাচেই তার ইঙ্গিত দিয়েছেন তাঁর দলের ফুটবলাররা।
রবিবার জামশেদপুরে চেরনিশভ বলেন, ''কয়েকটা ম্যাচে আমরা সত্যিই ভাল ফুটবল খেলেছি। প্রথম আইএসএল খেলা একটা দলের কাছে যা প্রত্যাশিত ছিল না। কয়েকটা ম্যাচে ভাল ফল না হওয়া সত্ত্বেও আমরা ভাল খেলেছি। ফল নিয়ে আমাদের উদ্বেগ নেই। কারণ, আমরা আইএসএলে নতুন এসেছি। মরশুম শুরুর আগে আমরা সে রকম ভাল ভাবে প্রস্তুতিও নিতে পারিনি। প্রথম ম্যাচের ২৫ দিন আগে প্রস্তুতি শুরু করি। বেশি প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাইনি। আমাদের ছেলেদের গুণ আছে। ওরা ভাল মানের ফুটবলার। কিন্তু ওরা একসঙ্গে বেশিদিন খেলছে না, এটা একটা বড় সমস্যা।''
কার্লোস ফ্রাঙ্কাদের কোচ বলেন, ''সদ্য আইএসএলে একটা দলের পক্ষে তো দাবি করা সম্ভব না যে, আমরা সেরা চারে বা সেরা পাঁচে থাকব। তবু আমরা শুরুটা ভাল করেছিলাম বলে আমাদের নিয়ে প্রত্যাশা একটু বেশিই ছিল সবার। দলে ভাল, অভিজ্ঞ ফুটবলার থাকলে ছ-সাতটা ম্যাচ ভাল খেলার পর একটা ম্যাচে খারাপ ফল হয়ে থাকে। কিন্তু একটা দলে যদি বেশিরভাগই তরুণ, অনভিজ্ঞ ফুটবলার থাকে, তা হলে সেই দলের তিন-চারটে ম্যাচ ভাল খেলার পর ছন্দ-পতন হতেই পারে। তাও আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি ছন্দে ফেরার।''
খারাপ ফলের জন্য তিনি গোল করতে না পারার ক্ষমতাকেই প্রধানত দায়ী করেন। বলেন, ''অনুশীলনে, ম্যাচে আমাদের কয়েকজন ফুটবলার যথেষ্ট ভাল খেলছে। কিন্তু আমাদের প্রধান সমস্যা হল গোলের সুযোগ পাওয়া সত্ত্বেও তা থেকে গোল করতে না পারা। তবে আমরা সব সময়ই ইতিবাচক থাকার চেষ্টা করি। আইএসএলের এই অভিজ্ঞতাটা আমাদের ভবিষ্যতের জন্য দল গড়তে সাহায্য করবে। প্রতি ম্যাচে আমরা উন্নতি করার চেষ্টা করছি, আরও ভাল খেলার চেষ্টা করছি।''
সোমবারের প্রতিপক্ষ সম্পর্কেও যথেষ্ট শ্রদ্ধাশীল মহমেডান কোচ। জামশেদপুর এফসি সম্পর্কে তিনি বলেন, ''জামশেদপুর ভাল দল। ওদের একাধিক ভাল ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। ওরা শুরুটা খুব ভাল করেছিল। এফসি গোয়া, মুম্বই সিটি এফসি-র মতো দলকে হারিয়েছে। এতেই প্রমাণিত হয়, ওরা কতটা শক্তিশালী দল। ফুটবলে এ রকম হয়েই থাকে। বিশ্বে কোনও দলই টানা ৩০-৩৫টা ম্যাচে ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারে না। কখনও না কখনও তাদের খারাপ সময় আসেই। বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির দিকে দেখুন। একই কোচ, খেলোয়াড়দের নিয়ে তারা এখন টানা পাঁচটা ম্যাচে জিততে পারছে না।'' তথ্য় সংগ্রহ: আইএসএল মিডিয়া
ISL: গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে বারবার, জামশেদপুর ম্য়াচের আগে কী বলছেন চেরনিশভ?
ABP Ananda
Updated at:
01 Dec 2024 10:57 PM (IST)
Edited By: Goutam Roy
Mohammedan vs Jamshedpur: দলের এই ফর্মে খুব একটা বিচলিত নন সাদা-কালো বাহিনীর রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ। তবুও জয়ের ফেরার মন্ত্র ছেলেদের দিয়ে রেখেছেন।
মহমেডান বনাম জামশেদপুর
NEXT
PREV
ফুটবল (football) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
01 Dec 2024 10:57 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -