গোয়া: লিগের প্রথম মুখোমুখিতে মহমেডান ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে (FC Goa vs Mohammedan Sporting) ড্র করেছিল। সেই ম্যাচে প্রায় ৯০ মিনিট দাপুটে ফুটবল খেলে ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওয়া অ্যালেক্সি গোমেজের গোলে এগিয়ে যায় ও জয়ের দোরগোড়ায়ও পৌঁছে যায় মহমেডান স্পোর্টিং। কিন্তু প্রতিপক্ষের স্টপেজ টাইমের গোলে ১-১ ড্র করে তিন পয়েন্টের জায়গায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। মঙ্গলবারও কি গোয়ার মাঠে এমন কিছুই দেখা যায়?

মরশুমের প্রথম ম্যাচের ফল নিয়ে মহামেডানের অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo) বলেন, “সেটা লিগের একেবারে শুরুর দিকের ম্যাচ ছিল। তখন এফসি গোয়া এতটা ভাল অবস্থায় ছিল না। প্রথম ছয় ম্যাচের পর তো ওরা টানা বেশ কয়েকটি জয় পেয়েছে, অনেক উন্নতি করেছে। ওদের এখন যা অবস্থা, তাতে ওদের বিরুদ্ধে ম্যাচ মোটেই সহজ নয়। ভাল কিছু করতে গেলে আমাদের সেরাটা দিতেই হবে”।


গত ছয় ম্যাচে ১৫ গোল খেয়ে মাত্র দু’গোল করা মহমেডান এসসি-র আক্রমণ ও রক্ষণ সবেতেই সমস্যা রয়েছে। অন্যান্য দিকে ক্রমশ উন্নতি করলেও মহমেডানের গোল খরায় সে ভাবে কোনও উন্নতি হয়নি। এই ২২ ম্যাচে মাত্র দশটি গোল করেছে তারা। সবচেয়ে কম গোল করা দলের তালিকায় তারা শীর্ষে। লিগের শুরু থেকেই তাদের এই গোল-খরা তাদের বারবার ব্যর্থতার অন্ধকারে ঢেকে দিয়েছে। মঙ্গলবারের ম্যাচেও এই রোগই হয়তো ভোগাবে তাদের। এই ম্যাচে কার্ড সমস্যার জন্য নির্ভরযোগ্য মিডফিল্ডার মির্জালল কাসিমভকে পাবে না মহমেডান। আদিঙ্গা, গৌরব বোরার-ও চোট। তাঁরাও এই ম্যাচে অনিশ্চিত।

তবু আশাবাদী মহমেডানের ভারপ্রাপ্ত কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। এই ম্যাচ নিয়ে তিনি বলেন, “ওড়িশা এফসি-র বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। আমরা যেমন গোলের সুযোগ তৈরি করেছি, তেমনই রক্ষণও ভাল করেছি। গোলের সুযোগকে গোলে পরিণত করার সমস্যা তো মরশুমের শুরু থেকে রয়েছে আমাদের। পরের দুই ম্যাচে আমাদের গোলের সুযোগকে গোলে পরিণত করার চেষ্টা করতে হবে”।


আপাত অর্থে ম্যাচটি লিগের দুই নম্বর দলের সঙ্গে ১৩ নম্বর দলের হলেও, আইএসএলে যে কোনও ম্যাচই সহজ নয়, তা সকলেই জানেন। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। 


(তথ্য: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: মহামেডানের বিরুদ্ধে মাঠে নামছে গোয়া, জয় পাবে সাদা কালো ব্রিগেড, না শেষ হাসি হাসবে মার্কেজের দল?